eaibanglai
Homeএই বাংলায়এবার সরকারি প্রাথমিক স্কুলে পাড়াবেন সিভিক ভলান্টিয়াররা

এবার সরকারি প্রাথমিক স্কুলে পাড়াবেন সিভিক ভলান্টিয়াররা

সংবাদদাতা,বাঁকুড়াঃ- রাজ্যে শিক্ষক নিয়োগ দুর্নীতি নিয়ে চলছে তোলপাড় কাণ্ড। গ্রেফতার হয়েছেন শাসক দলের একাধিক নেতা মন্ত্রী। উচ্চ আদালেতর নির্দেশে চাকরি বাতিল হয়েছে হাজার হাজার শিক্ষক শিক্ষিকা, স্কুলের গ্রপ-সি ও গ্রপ-ডি পদের কর্মীদের। এই আবহে সিভিক ভলান্টিয়ারদের দিয়ে পাঠদানের উদ্যোগ নিয়েছে বাঁকুড়া জেলা পুলিশ। এই বিশেষ কর্মসূচির নাম দেওয়া হয়েছে অঙ্কুর। যেখানে একটি স্বেচ্ছাসেবী সংগঠনের মাধ্যমে বাছাই করা সিভিক ভলান্টিয়ারদের প্রথমে প্রশিক্ষণ দেওয়া হবে। পরে তাদের জেলা পুলিশের দ্বারা চিহ্নিত করা প্রাথমিক স্কুলগুলিতে পাঠানো হবে পড়ানো জন্য। এই কর্মসূচির মাধ্যমে প্রাথমিকের পড়ুয়াদের অঙ্ক ও ইংরেজি পড়ানো হবে বলে জানান জেলার পুলিশ সুপার বৈভব তিওয়ারি।

প্রাথমিকভাবে জেলার জঙ্গল মহল তথা মাওবাদী প্রভাবিত পাঁচটি থানা এলাকার বেশকিছু স্কুল এবং জেলার অন্যান্য থানা গুলির প্রতিটিতে একটি করে প্রাথমিক স্কুলকে চিহ্নিত করা হয়েছে এই কর্মসূচির জন্য। সব মিলিয়ে জেলার ৪৬টি স্কুল-সহ মোট ৫৫টি কেন্দ্রকে চিহ্নিত করা হয়েছে। ওইস স্কুলে নির্দিষ্ট সময়ের পর পড়ুয়াদের অংক ও ইংরেজির ক্লাস নেবেন সংশ্লিষ্ট থানার শিক্ষিত ও প্রশিক্ষিত সিভিক ভলান্টিয়াররা। প্রত্যেক স্কুলের জন্য দুজন করে সিভিক ভলান্টিয়ারকে নির্দিষ্ট করা হয়েছে। আর এই স্কুলগুলিতে পড়ানোর জন্য প্রশিক্ষণ দেওয়া হচ্ছে বাছাই করা ১৫০ জন সিভিক ভলান্টিয়ারকে।

অন্যদিকে বিষয়টি নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। টুইট করে বাঁকুড়া পুলিশের এই উদ্যোগকে কটাক্ষ করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি লিখেছেন, “সিভিক ভলান্টিয়াররাই এবার শিক্ষক! সরকারি প্রাথমিক স্কুলে ক্লাস নেবেন অংক ও ইংরেজির! সরকারি স্কুল সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়ার পরিকল্পনা।” বাঁকুড়ার বিজেপি সাংসদ তথা কেন্দ্রের শিক্ষা প্রতিমন্ত্রী সুভাষ সরকার বিষয়টি নিয়ে প্রতিক্রিয়া দিতে গিয়ে বলেন, “বাচ্চাদের অঙ্ক, ইংরেজি শেখাবে সিভিক ভলান্টিয়াররা— এর থেকে লজ্জার কিছু হয় না।”

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments