সংবাদদাতা,আসানসোলঃ- আগামী ২১ অগস্ট আসানসোলে অনুষ্ঠিত হতে চলেছে পৌরনিগমের উপনির্বাচন। ৬ নম্বর ওয়ার্ডের জন্য অনুষ্ঠিত হবে এই উপনির্বাচন। এখান থেকে তৃণমূল কংগ্রেসের হয়ে লড়বেন পৌর নিগমের মেয়র বিধান উপাধ্য়ায়। প্রসঙ্গত পুরভোটে না লড়লেও অপ্রত্যাশিতভাবেই আসানসোল পুরনিগমের মেয়র পদে দলীয় নেতৃত্ব বারাবনির বিধায়ক বিধান উপাধ্যায়কে বসান। কিন্তু যেকোনও একটি ওয়ার্ড থেকে জয়যুক্ত হয়ে মেয়র পদের দায়িত্ব সামলানোই বিধি পুর নিয়ম অনুযায়ী । তাই জামুড়িয়া অঞ্চলের ৬ নম্বর ওয়ার্ডের নির্বাচিত জনপ্রতিনিধি কাউন্সিলর সঞ্জয় ব্যানার্জিকে পদত্যাগ করিয়ে সেই ওয়ার্ড থেকেই মেয়রের নির্বাচনের সিদ্ধান্ত নেয় দল।
সেই মতো মঙ্গলবার আসানসোলের মহকুমা শাসকের অফিসে মনোনয়ন পত্র দাখিল করলেন আসানসোলের মেয়র তথা ৬ নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী বিধান উপাধ্যায়। এদিন রবীন্দ্রভবনের সামনে থেকে মিছিল করে মহকুমা শাসকের দপ্তরে গিয়ে মনোনয়ন পত্র দাখিল করেন তিনি। মনোনয়ন পত্র দাখিলের সময় উপস্থিত ছিলেন আসানসোল পৌরনিগমের চেয়ারম্যান অমরনাথ চ্যাটার্জি, পৌরনিগমের দুই ডেপুটি মেয়র ওয়াসিমুল হক এবং অভিজিৎ ঘটক, জামুরিয়ার বিধায়ক হরেরাম সিং, তৃণমূলের রাজ্য সম্পাদক ভি শিবদাসন দাশু সহ অন্যান্য নেতৃত্বরা।
অন্যদিকে এদিন আসানসোল উপনির্বাচনের বামফ্রন্ট মনোনীত সিপিআইএম প্রার্থী শুভাশীষ মণ্ডলও মনোনয়ন পত্র দাখিল করেন। তিনিও আসানসোলের রবীন্দ্রভবন থেকে মিছিল করে আসানসোলের মহকুমা শাসকের অফিসে গিয়ে মনোনয়ন পত্র জমা দেন।