eaibanglai
Homeএই বাংলায়প্রাক্তন মন্ত্রী ঘনিষ্ঠ মোনালিসা ও ভিসির অপসারণের দাবিতে বিক্ষোভ অভিযান

প্রাক্তন মন্ত্রী ঘনিষ্ঠ মোনালিসা ও ভিসির অপসারণের দাবিতে বিক্ষোভ অভিযান

সংবাদদাতা,আসানসোলঃ- রাজ্যের প্রাক্তন শিক্ষা মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ হিসেব উঠে আসছে যার নাম কাজী নজরুল বিশ্ববিদ্যায়ের সেই অধ্যাপিকা মোনালিসা দাস ও বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের অপসারণ সহ একাধিক দাবিতে মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ে অভিযান চালাল বিজেপির আসানসোল জেলা যুব মোর্চার সদস্যরা। এদিন মিছিল করে কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ের গেটে পৌঁছে বিক্ষোভ সরব হয় মোর্চা সদস্যরা। এমনকি বিশ্ববিদ্যালয়ের গেটে লাগানো শাসক ও সিপিএম এর পোস্টার ব্যানার ও খুলে ফেলে বিক্ষওভকারীরা। ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

বিক্ষোভকারীদের দাবি শিক্ষক নিয়োগের দুর্নীতির সঙ্গে জড়িত রয়েছেন অধ্যাপিকা মোনালিসা। তাকে অপসারণের পাশাপাশি তার বিরুদ্ধে তদন্ত ও গ্রেফতারেরও দাবি জানান বিক্ষোভকারীরা। এছাড়াও বিশ্ববিদ্যালয়ে উপাচার্য ও মন্ত্রী মলয় ঘটকের বিরুদ্ধেও দুর্নীতির অভিযোগ তুলে তাদেরও গ্রেফতারের দাবি জানানো হয়।

এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিজেপি জেলা সভাপতি দিলীপ দে, রাজ্য যুব নেতা বাপ্পা চ্যাটার্জি, চন্দ্রশেখর মুখার্জি সহ আরো অনেকে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments