সংবাদদাতা,আসানসোলঃ– অভিনব প্রতিবাদের মাধ্যমে বেতন কাঠামো পরিবর্তনের ডাক দিয়েছে ওয়েস্ট বেঙ্গল আইসিটি স্কুল কো-অডিনেটর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। ‘খাম ভরো আন্দোলন’ শীর্ষক এই প্রতিবাদ আন্দোলনের মাধ্যমে মুখ্যমন্ত্রীকে চিঠি পাঠিয়ে প্রতিবাদ জানালো রাজ্যের প্রায় সাড়ে পাঁচ হাজার শিক্ষক।
আন্দোলনকারী শিক্ষক শিক্ষিকাদের অভিযোগ ২০১৩ সাল থেকে অর্থাৎ বিগত প্রায় দশ বছর ধরে তারা রাজ্যের স্কুল গুলিতে কাজ করতলেও তাদের বেতন কাঠামোর কোনো পরিবর্তন হয়নি। এমনকি আইটি ১৯২ ফাইল সব দফতরের অনুমোদন পেলেও শুধুমাত্র মুখ্যমন্ত্রীর অনুমোদনের অপেক্ষায়। তাই তারা রাজ্যের প্রতিটি কোনা থেকে মুখ্যমন্ত্রীকে এই আন্দোলনের মাধ্যমে তাদের প্রকৃত অবস্থা জানাতে চাইছেন ও তাদের বেতন কাঠামো পরিবর্তনে মুখ্যমন্ত্রীর অনুমোদন চাইছেন।
সেই জন্য এদিন পশ্চিম বর্ধমান জেলার ১৬০ জন সহ রাজ্যের সাড়ে পাঁচ হাজার শিক্ষক শিক্ষিকা মুখ্যমন্ত্রীর নিজস্ব দফতর সহ কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাড়িতেও ডাক যোগে চিঠি পাঠালেন।