সংবাদদাতা,আসানসোলঃ- কয়লা-কাণ্ডে এবার সিবিআই ব়্যাডারে রাজ্যের আইনমন্ত্রী মলয় ঘটক। বুধবার সকাল আটটা নাগাদ কেন্দ্রীয় বাহিনীর জওয়ান এবং সিবিআই আধিকারিকদের নিয়ে ৬টি গাড়ি মন্ত্রীদের আবাসনে পৌঁছয়। সেখানেই জেরা চলছে মন্ত্রীর। পাশাপাশি এদিন সকালে আসানসোলের আপকার গার্ডেন এবং চেলাডাঙার বাড়িতেও তল্লাশি অভিযান শুরু করে সিবিআই আধিকারিকরা। পরে মন্ত্রীর পৈতৃক বাড়িতেও হানা দেয় সিবিআই। এছড়াও মন্ত্রী অফিস ও কলকাতার লেক গার্ডেন্সের বাড়িতেও পৌঁছে যায় সিবিআইয়ের দল। এদিন আইন মন্ত্রীর আফিস ও বাড়ি সহ মোট ৭টি জায়গায় একযোগে অভিযান চালাচ্ছে সিবিআই। কলকাতায় মন্ত্রীর তিনটি বাড়ি রয়েছে। এরমধ্যে লেক গার্ডেন্সে রয়েছে ২টি বাড়ি। সেখানের একটি বাড়িতে থাকেন মন্ত্রীর ছেলে ও বউ। সেখানেও তল্লাশি চালাচ্ছে সিবিআই। পাশাপাশি মন্ত্রীদের আবাসনে ঢুকে রাজ্যের আইনমন্ত্রীকে চলছে জেরা।
অন্যদিকে মন্ত্রীর বাড়িতে সিবিআই তল্লাশির প্রতিবাদে আসানসোলে পথে নেমে বিক্ষোভ শুরু করেছে তৃণমূল কর্মী সমর্থকরা। আপকার গার্ডেন ওয়েস্টের বাড়িতে সস্ত্রীক মন্ত্রীর বাস। এদিন ওই বাড়ির সামনেই বিক্ষোভে সরব হন স্থানীয় তৃণমূল কর্মী-সমর্থকরা। তাদের দাবি, পুরোটাই রাজনৈতিক অভিসন্ধি। বিজেপির ইশারাতে কাজ করছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা।