সংবাদদাতা,বাঁকুড়াঃ– এফসিআই গোডাউনে রেশন দ্রব্য নিতে আসা এক লরি চালকের মৃতদেহ উদ্ধার হল রাস্তার ধার থেকে। ঘটনাটি ঘটেছে বাঁকুড়া সদর থানা এলাকার ৬০ নম্বর জাতীয় সড়কের উপর বিকনা এফ সি আই গোডাউনে । পুলিশ সূত্রে জানা গেছে মৃত লরি চালকের নাম ভোলা সিং বয়স ২৬। তার বাড়ি মেদিনীপুরে। এদিন সকালে অন্যান্য লরির চালকেরা ভোলা সিংকে তার লরির পাশেই রাস্তায় রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে। খবর দেওয়া হয় বাঁকুড়া সদর থানায়। পরে পুলিশ গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। ইতিমধ্যে পুরো ঘটনার তদন্ত শুরু করেছে বাঁকুড়া সদর থানার পুলিশ।
রেশন দ্রব্য নিতে আসা লরি চালকের রহস্য মৃত্যু
RELATED ARTICLES