সংবাদদাতা,আসানসোলঃ- কয়লা পাচার ও গরু পাচার কাণ্ড নিয়ে যখন উত্তাল রাজ্য রাজনীতি তখন কয়লা গরুর পাশাপাশি অবৈধ বালি পাচারের ঘটনাও উঠে আসছে বার বার। আর পাচার চলছে অনিভব কায়দায়। কখনও বোলেরো গাড়িতে কিংবা দুধের গাড়িত গরু, খাদ্যদ্রব বহনকারী গাড়িতে বা যাত্রীবাহী বাসে কয়লা পাচারের ঘটনা সামনে এসেছে ইতিমধ্যে। এবার সামনে এল নকল চালান তৈরি করে বালি পাচারের ঘটনা।
জানা গেছে সোমবার রানীগঞ্জ থানার নিমচা ফাঁড়ি এলাকার পুলিশ, নিমচার হাড়াভাঙ্গা এলাকায় অতর্কিতে হানা দিয়ে একটি সন্দেহভাজন দশ চাকার বালি বোঝাই লরি আটক করে গাড়ির চালক ও খালাসীকে জিজ্ঞাসাবাদ শুরু করে। সেই সময় গাড়ির চালান খতিয়ে দেখতেই স্পষ্ট হয় আসল চালানের নকল করে একটি নকল চালান তৈরি করে বালি পাচার করা হচ্ছিল। এরপরই পুলিশ গাড়ির চালক আউসগ্রাম নোয়াপাড়ারবাসিন্দা গোপিকান্ত ও খালাসী বাবুসোনা বাগদিকে গ্রেফতার করে। এরপর তাদের জিজ্ঞাসাবাদ বালি পাচারের সঙ্গে যুক্ত বেশ কয়েক জনের নাম জানতে পারে পুলিশ। এবং তিরাট হাড়াভাঙ্গা এলাকা থেকে অজয় ঘোষ, জয় গোপ, শুভজিৎ গোপ ও গৌরাঙ্গ গোপকে নকল চালান বানিয়ে বালি পাচারের অভিযোগে গ্রেফতার করে। এদিনই ধৃত সকলকে আসানসোল জেলা আদালতে পেশ করে পুলিশ।