সংবাদদাতা,আসানসোলঃ– ‘প্যাড ম্যান’ ছবিতে বলিউড তারকা অক্ষয় কুমারকে মেয়েদের স্বাস্থ্য সম্বন্ধে সচেতনতা নিয়ে লড়াই করতে দেখা গিয়েছিল । আগে বয়ঃসন্ধিকালের কিশোরীদের শারীরিক সমস্যা নিয়ে প্রকাশ্যে কোনও আলোচনার রীতি না থাকলেও আস্তে আস্তে কাটছে সামাজিক সেই জড়তা। কিরোশীরাও তাদের স্বাস্থ্য নিয়ে সচেতন হচ্ছে। এই পরিস্থিতিতে স্কুলের ছাত্রীদের স্বাস্থ্যের কথা ভেবে অনেক স্কুলেই স্যানিটারি ন্যাপকিন ভেন্ডিং মেশিন বসানো হচ্ছে। এবার স্যানিটারি ন্যাপকিন ভেন্ডিং মেশিন চালু হল পশ্চিম বর্ধমানের চিত্তরঞ্জন মহিলা সমিতি উচ্চবিদ্যালয়ে। এই স্কুলে ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণিতে পড়াশুনা করে ছাত্রীরা।
বৃহস্পতিবার ওই স্কুলে স্যানিটারি ন্যাপকিন ভেন্ডিং মেশিনের উদ্বোধন করেন স্কুল পরিদর্শক পাপিয়া মুখার্জি। স্যানিটারি ন্যাপকিন ভেন্ডিং মেশিনের পাশাপাশি এদিন একটি স্যানিটারি ন্যাপকিন ডেস্ট্রয়িং মেশিনের উদ্বোধন করা হয়। স্কুলের তরফে জানা গেছে প্রায় ৩০ হাজার টাকা ব্যায়ে মেশিন দুটি বসানো হয়েছে। এবার থেকে ওই মেশিনে ৫ টাকা ফেলে ছাত্রীরা স্যানিটারি ন্যাপকিন সংগ্রহ করতে পারবে।
স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে কিশোরীদের ইনফেকশন ও ক্যান্সারের মতো ঝুঁকি এড়াতে ও স্বাস্থ্য সুরক্ষিত করতে অবশ্যই স্যানিটারি নেপকিন ব্যবহার করা উচিৎ। পাশাপাশি স্কুল শিক্ষা দপ্তরের খতিয়ান বলছে ছাত্রীদের একটা বড় অংশ লোকলজ্জা এড়াতে স্কুল যাওয়া থেকে বিরত থাকে৷ ফলে ড্রপ আউটের সংখ্যা বাড়ে। স্কুলে স্যানিটারি ন্যাপকিন ভেন্ডিং মেশিন চালু হলে ড্রপ আউটের সংখ্যা অনেকটাই কমবে বলে মনে করছেন চিত্তরঞ্জন মহিলা সমিতি উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সোমা সাহা। তাঁর দাবি ছাত্রীদের স্বাস্থ্যের পাশাপাশি নিয়মিত স্কুলে আসার বিষয়টি মাথায় রেখেই স্যানিটারি ন্যাপকিন ভেন্ডিং মেশিন চালু করা হয়েছে।