সন্তোষ মণ্ডল,আসানসোলঃ- নিজের স্কুলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপনে মেধাবী পড়ুয়াদের জন্য স্কলারশিপের ব্যবস্থা করলেন আসানসোলের ইস্টার্ন রেলওয়ে হায়ার সেকেন্ডারি স্কুলের প্রাক্তনী তথা ইসরোর অবসরপ্রাপ্ত বৈজ্ঞানিক রণেন্দু ঘোষ। শতাব্দী প্রাচীন প্রিয় স্কুলের জন্য শুরু করলেন এক অনন্য ” স্কলারশিপ”। তাঁর প্রয়াত বাবা-মায়ের স্মৃতিতে চালু এই স্কলারশিপে প্রতি বছর স্কুলের সর্বোচ্চ মেধাবী দুই পড়ুয়াকে পড়াশোনা জন্য ১০ হাজার টাকা করে দেওয়া হবে। শনিবার স্কুলে এক অনুষ্ঠানের আয়োজন করে এই শুভ কাজের শুভ সূচনা করেন খোদ রণেন্দুবাবু । যেখানে গত শিক্ষাবর্ষের দুই মেধাবী ছাত্র অঙ্কিত চৌধুরী ও অভিজিৎ ঘোষকে স্কলারশিপের টাকা ও সেই সঙ্গে শংসাপত্র তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে পড়ুয়া, প্রিন্সিপাল শিক্ষক শিক্ষিকা, অভিভাবকদের উপস্থিতিতে রণেন্দুবাবু ঘোষ তাঁর পুরোনো স্কুলের স্মৃতিচারণার আবেগতাড়িত হয়ে নস্টালজিয়ায় ভেসে যান। এদিনের অনুষ্ঠানে রণেন্দুবাবুর সহধর্মিনী অশোকা ঘোষ, ভাগ্নি জেলা সিনিয়র জজ সুতণুকা নাগ, কাজি নজরুল বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরিয়ান বিশ্বজিৎ সাহা সহ আরো অনেক বিশিষ্টজন উপস্থিত ছিলেন।