সংবাদদাতা,আসানসোলঃ- চতুর্থ শ্রেণীতে পাঠরতা নয় বছর বয়সী নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগে গ্রেফতার ইসিএলের অবসরপ্রাপ্ত কর্মী। ঘটনা আসানসোলের সালানপুর থানার অন্তর্গত বাসুদেবপুর গ্রামের।
জানা গেছে ষাট বছর বয়সী ওই ব্যক্তি ইসিএল থেকে অবসর গ্রহণের পর গৃহ শিক্ষকতা করেন। অভিযোগ, গ্রামেরই নাবালিকা টিউশনি পড়তে গেলে ওই শিক্ষক ছাত্রীটির শরীরের গোপন স্থানে হাত দেয় ও অন্যান্য কুকর্মের জন্য প্রস্তাব দেয়। এরপর ছাত্রীটি বাড়ি ফিরে সমস্ত অপকর্মের কথা তার ঠাকুমাকে বলে। তারপরই পরিবারের তরফে ওই ব্যক্তির বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয় এবং তৎপরতার সঙ্গে পুলিশ বিষয়টি দেখে ও অভিযুক্তকে গ্রেফতার করে। নাবালিকার পরিবারের তরফে অভিযুক্তের কড়া শাস্তি দাবি করা হয়েছে।




