eaibanglai
Homeএই বাংলায়তৃণমূল সাংসদের নিখোঁজ পোস্টারে ছয়লাপ এলাকা

তৃণমূল সাংসদের নিখোঁজ পোস্টারে ছয়লাপ এলাকা

সংবাদদাতা,আসানসোলঃ- আসানসোলের তৃণমূল সাংসদ শত্রুঘ্ন সিনহা, যিনি আবার বিহারিবাবু নামেও পরিচিত। এদিকে বিহারিদের সবথেকে বড় উৎসব ছটপুজো শুরু হয়েছে। কিন্তু বিহারিবাবুর দেখা নেই খোদ তাঁর সংসদীয় এলাকায়। এমনই অভিযোগ তুলে সাংসদের নামে নিখোঁজ পোস্টারে ছেয়ে গেছে আসানসোলের কুলটি এলাকা। তবে ওই পোস্টার কে বা কারা দিয়েছে তা জানা না গেলেও ওই নিখোঁজ পোস্টার নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা।

রীতিমতো সাংসদের ছবি দিয়ে তার উপর নিখোঁজ লিখে পোস্টার গুলি ছাপা হয়েছে। হিন্দিতে ছাপা পোস্টারগুলিতে লেখা রয়েছে, মাননীয় সাংসদ শত্রুঘ্ন সিনহা জী বিহারিবাবু নামে পরিচিত, বিহারিদের সবথেকে বড় পরব ছট পুজোয় নিজের লোকসভা এলাকা থেকেই নিখোঁজ। পোস্টারের শেষে লেখা আসানসোলের বিহারি জনতার নিবেদন।

এদিকে ওই পোস্টার নিয়ে কটাক্ষ করতে শুরু করেছে বিজোপি। যদিও তৃণমূলের রাজ্য সম্পাদক ভি শিবদাসন দাশু জানিয়েছেন, ছটপুজোতে শত্রুঘ্ন সিনহা আসানসোলেই থাকবেন। তাছাড়া প্রতি মাসেই তিনি আসানসোলে আসেন। বিষয়টি নিয়ে অহেতুক রাজনীতি করা হচ্ছে বলে দাবি বলেই দাবি করেন তিনি।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments