eaibanglai
Homeএই বাংলায়টোটো রাখা নিয়ে বচসা, প্রকাশ্যে চলল গুলি

টোটো রাখা নিয়ে বচসা, প্রকাশ্যে চলল গুলি

সন্তোষ মণ্ডল,আসানসোলঃ– টোটো রাখা নিয়ে বচসার জেরে আসানসোলের জামুড়িয়ায় প্রকাশ্যে চলল গুলি। দাবি দু’রাউন্ড গুলি চলেছে। যদিও গুলি লক্ষ্যভ্রষ্ট হওয়ায় ঘটনায় কেউ হাতাহত হয়নি। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়। পুলিশ ঘটনার তদন্ত শুরু করলেও মূল অভিযুক্ত পলাতক।

ঘটনা সূত্রে জানা যায় জামুরিয়ার বিজয়নগর মোড় এলাকায় তৃণমূলের দলীয় কার্যালয়ের সামনে বেশ কিছু হকার নানা সামগ্রী বিক্রি করেন। সেখানেই ছাতুর শরবত বিক্রি করেন বিজয়নগর এলাকার বাসিন্দা নিশীথ পালের ছেলে শিবনাথ পাল। এদিন ওই দোকানের সামনে টোটো পার্কিং করা নিয়ে জামুড়িয়ার জামবাদ এলাকার বাসিন্দা টোটো চালক পরেশ ঘোষের বিবাদ বাধে যা হাতাহাতি পর্যন্ত গড়ায়। সেই সময় দোকানে নিশীথ পাল ও শিবনাথ পাল দুজনেই ছিলেন। নিশীথ পাল তার দোকানের সামনে টোটো রাখতে বারন করলে বচসা শুরু হয়। এরপর টোটো চালক পরেশ স্থানীয় বাসিন্দা ও তার বন্ধু সাগর পাল নামে এক যুবককে ডেকে নিয়ে আসেন ও তখনকার মতো বচসার মীমাংসা হয়। কিন্তু অভিযোগ যাওয়ার সময় টোটো চালক পরেশ বাবা-ছেলে নিশীথ ও শিবনাথকে প্রাণনাশের হুমকি দিয়ে যায়। এরপর নিশীথ পাল দোকান থেকে চলে যান। অভিযোগ এর কিছুক্ষণের মধ্যেই বন্ধু সাগরকে নিয়ে ফের শিবনাথ পালের ছাতুর দোকানে পৌঁছয় টোটো চালক পরেশ এবং একটি পাইপগান বের করে শিবনাথকে লক্ষ্য করে প্রকাশ্যেই গুলি করতে শুরু করে। শিবনাথের দাবি দু’রাউন্ড গুলি চালায় পরেশ যার একটি ছাতুর শরবত তৈরি করার ঘটিতে লাগে অন্যটি তার কান ঘেঁষে চলে যায়। অন্যদিকে গুলির আওয়াজ শুনে স্থানীয়রা ছুটে এলে এলাকা ছেড়ে চম্পট দেয় পরেশ ও সাগর।

ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ এবং একটি গুলির খোল উদ্ধার করে। বিষয়টি নিয়ে থানায় অভিযোগ দায়ের হয়। তদন্তে নেমে মূল অভিযুক্ত পরেশের বন্ধু সাগরকে আটককে পুলিশ জিজ্ঞাসাবাদ শুরু করলেও পরেশের খোঁজ পায়নি পুলিশ। তার খোঁজে তল্লাশি শুরু হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments