সংবাদদাতা,আসানসোলঃ– দিনে দুপুরে লক্ষাধিক টাকা ছিনতাইয়ের তদন্তে নেমে ২৪ ঘণ্টার মধ্য দুই ছিনতাইবাজকে গ্রেফতার করল বারাবনি থানার পুলিশ। ধৃতদের কাছ থেকে নগদ পাঁচ লক্ষ টাকা ও একটি বাইকও উদ্ধার হয়েছে।
জানাগেছে গতকাল দুপুর দুটো নাগাদ বারাবনি থানার অন্তর্গত দোমহানি বাজারের হাটতলা রাস্তা থেকে অমিত পরমানিক নামক এক ইটভাটার ম্যানেজার স্টেট ব্যাঙ্ক থেকে আড়াই লক্ষ টাকা তুলে ফিরছিলেন। সেই সময় দুটি বাইকে করে চার দুষ্কৃতী তাঁকে আটকায় ও তাঁর কাছ থেকে টাকার ব্যাগটি ছিনতাই করে পালায়। সঙ্গে সঙ্গে পুরো বিষয়টি বারাবনি থানায় জানিয়ে অভিযোগ দায়ের করেন ওই ম্যানেজার।
অন্যদিকে অভিযোগ পেয়েই তৎপরতার সঙ্গে তদন্ত শুরু করে দেয় বারাবনি থানার পুলিশ এবং এলাকার সমস্ত সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে গতকাল গভীর রাতে সালানপুর থানার সহযোগিতায় নাকড়াজোড়িয়া থেকে দুজন ছিনতাইবাজকে গ্রেপ্তার করে। ধৃত দুই ব্যাক্তির নাম বিনোদ কুমার ও কুমার দাস। দুজনেই ওড়িশার বাসিন্দা। বাকি দুই দুষ্কৃতীর খোঁজে তল্লাশি জারি রেখেছে পুলিশ।
প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে ধৃত দুই দুষ্কৃতী তাদের আরও দুই সঙ্গীকে নিয়ে কয়েক দিন আগে ঝাড়খণ্ড জেলার নলা থানার অন্তর্গত এক জায়গায় থেকে টাকা ছিনতাই করেছিল। এছাড়াও গতকাল তারা অন্ডাল থানার অন্তর্গত উখড়া এলাকায় এক ব্যাক্তির মোটর সাইকেলের ডিকি ভেঙ্গে প্রায় তিন লক্ষ টাকা লুঠ করে।
ধৃতদের হেফাতজে নিয়ে এই ছিনতাইবাজদের সঙ্গে বড় কোনও চক্রের যোগ রয়েছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। অন্যদিকে পুলিশের এই তৎপরতায় খুশি এলাকার সাধারণ মানুষ।