সন্তোষ মণ্ডল,আসানসোলঃ– এবার দিল্লির রাজপথে প্রজাতন্ত্র দিবসের প্যারেডে অংশ নেওয়ার সুযোগ পেয়েছে রাজ্যের এনএসএস বা ন্যাশানাল সোশ্যাল সার্ভিস করা কলেজ পড়ুয়া ৮ জন ছাত্রী। তাদের মধ্যে জায়গা করে নিয়েছে রানিগঞ্জ টিডিবি কলেজের তৃতীয় বর্ষের পড়ুয়া সোনিয়া বাউরি।
প্রসঙ্গত গত ১৪ নভেম্বর উড়িষ্যার ভুবনেশ্বরে এনএসএস-এর একটি প্রশিক্ষণ শিবিরে অংশ নিয়েছিলেন সোনিয়া। ১০ দিনের এই প্রশিক্ষণ শিবিরে মোট ৪৪ জন অংশগ্রহন করেছিল। তার মধ্যে প্রজাতন্ত্র দিবসের প্যারেডে অংশ নেওয়ার জন্য বেছে নেওয়া হয় সোনিয়াকে।
আসানসোল জামুড়িয়া থানার চাঁদা স্কুল পাড়ার বাসিন্দা সোনিয়া। সোনিয়া জানায়, কলেজে প্রথম বর্ষে ভর্তি হওয়ার সময় সে জানতে পারে যে কেলেজে এনএসএসের একটা ইউনিট রয়েছে। পড়াশোনার পাশাপাশি সামাজিক কাজ করার আগ্রহ থেকে ওই ইউনিটে যোগ দেয় সে। কিন্তু এই এনএসএসের হাত ধরেই যে দিল্লির রাজ পথে প্রজাতন্ত্র দিবসের প্যারেডে অংশ নিতে পারেবন তা তিনি ভাবেননি। সোনিয়ার কথায়, ছোট থেকে টিভিতে প্রজাতন্ত্র দিবসের প্যারেড দেখেছি, কিন্তু ওই প্যারেডে কোনো দিন অংশগ্রহণ করবো তা স্বপ্নেও ভাবিনি। অন্যদিকে সোনিয়ার এই সাফল্যে তার পরিবারের সদস্য, এলাকার বাসিন্দা থেকে কলেজ কর্তৃপক্ষ ও সহপাঠী সকলেই গর্বিত।