eaibanglai
Homeএই বাংলায়মাত্র ৩ বছর বয়সে অনন্য নজির আসানসোলের ঋদ্ধিতার

মাত্র ৩ বছর বয়সে অনন্য নজির আসানসোলের ঋদ্ধিতার

সন্তোষ মণ্ডল,আসানসোলঃ- মাত্র ৩ বছর ৩ মাস বয়সেই নিজের বুদ্ধিমত্তার পরিচয় দিয়ে অনন্য এক নজির সৃষ্টি করলো পশ্চিম বর্ধমান জেলার আসানসোল দক্ষিণ থানার মহিশীলা গ্রামের বাসিন্দা ছোট্ট ঋদ্ধিতা মাজি। প্রি নার্সারি ক্লাসের পড়ুয়া ঋদ্ধিতার অসাধারণ স্মরণ শক্তি ও মনে রাখার ক্ষমতার পরিচয় দিয়ে ” ইন্ডিয়া বুক অফ রেকর্ডস ” এ নিজের নাম তুলে ফেলেছে। আর তার স্বীকৃতি স্বরূপ ” ইন্ডিয়া বুক অফ রেকর্ডস ” এর তরফে মেডেল ও শংসাপত্র হাতে পেয়েছে সে।

ঋদ্ধিতার বাবা মিলন মাঝি বলেন, “ওকে সারা পৃথিবীর বিভিন্ন দেশের পতাকার নাম, জানতে চাওয়া থেকে শুরু করে বিভিন্ন দেশের রাজধানীর নাম, দেশের নানা পশু, পাখি, পতঙ্গের নাম সহ সাধারণ জ্ঞানের বিভিন্ন প্রশ্নের উত্তর দিতে বলা হয়েছিল অনলাইনে। এমনকি বেশ কিছু ইংরেজি থেকে বাংলায় এবং বাংলা থেকে ইংরেজি ট্রান্সলেশনও করতে বলা হয় ফল ও ফুলের নাম দিয়ে। এবং ঋদ্ধিতা প্রত্যেকটি প্রশ্নের সঠিক উত্তর দেয় নির্দিষ্ট সময়ের মধ্যে। এর পরেই ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে তার নাম উঠেছে। মেয়ের জন্য আমরা খুব গর্বিত।” মেয়ের এই পুরস্কারে জন্য গর্বিত ও আনন্দিত ঋদ্ধিতার মা রত্না মাঝি সহ পরিবারের সদস্যরাও।

আগামী দিনে তাদের মেয়ে যাতে আরো জ্ঞান অর্জন করে গিনিজ বুক অফ রেকর্ডে নাম তুলতে পারে আপাতত সেই চেষ্টাই করবেন বলে জানান ঋদ্ধিতার বাবা-মা।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments