সংবাদদাতা,আসানসোলঃ– বিহারের পাটনার দীঘা থানা এলাকা থেকে চুরি যাওয়া গাড়ি উদ্ধার হল পশ্চিমবঙ্গ ঝাড়খণ্ড সীমান্তবর্তী কুলটি থানা এলাকা থেকে। ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে নিয়ামতপুর ফাঁড়ির পুলিশ।
জানা গেছে গত ১৭ তারিখ পাটনার দীঘা থানা এলাকা থেকে একটি স্করপিও গাড়ি চুরির ঘটনার ঘটে। ঘটনার পরই গাড়ি মালিক থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগ পেয়েই তৎপরতার সঙ্গে তদন্ত শুরু করে পুলিশ ও বাংলা -ঝাড়খণ্ড এলাকার পুলিশকে সর্তক থাকার নির্দেশ দেয়। এরই মধ্যে গত ১৮ তারিখ রাতে ঝাড়খন্ড সীমান্তবর্তী কুলটি থানার নিয়ামতপুর ফাঁড়ি বোকা বাবার কাছে রাত্রে নাকা তল্লাশি করার সময় ওই গাড়িটিকে নাকা তল্লাশি করার সময় তিন ব্যক্তি সমেত আটক করে পুলিশ। গ্রেফতার করা হয় গাড়িতে সরওয়ার তিনজনকে।
পুলিশ সূত্রে জানা গেছে ধৃতরা হলেন মিথিলেশ দুবে কলকাতার উত্তর পাড়ার বাসিন্দা , সঞ্জয় রুইদাস ঝাড়খণ্ডের গিরিডির বাসিন্দা ও অরবিন্দ যাদব ঝাড়খণ্ডের দেওঘরের বাসিন্দা। ধৃতদের গতকাল আসানসোল আদালতে তোলা হলে অরবিন্দ যাদবকে ছয় দিনের জেল হেফাজত ও বাকি দু’জনকে পাঁচ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন বিচারক।