eaibanglai
Homeএই বাংলায়বাংলা-ঝাড়খণ্ড সীমান্তে পরিবহণ কর নিয়ে কালোবাজারির অভিযোগ

বাংলা-ঝাড়খণ্ড সীমান্তে পরিবহণ কর নিয়ে কালোবাজারির অভিযোগ

সংবাদদাতা, আসানসোলঃ– ভিন রাজ্যের গাড়ি এরাজ্যে প্রবেশ করলে ডান্ডা ট্যাক্স নামে বিশেষ পরিবহণ কর প্রদান করতে হয় গাড়ি চালকদের। দেশের অন্য কোনও রাজ্যে এই ধরণের কোনও কর না থাকলেও শুধু এরাজ্যেই এই কর নেওয়া হয় বলে অভিযোগ। এমনকি অল ইন্ডিয়া পারমিট থাকার পরেও পশ্চিমবঙ্গে এই কর ধার্য করা হয় বলে অভিযোগ। এবার এই ট্যাক্স বা কর নিয়ে কালোবাজারির অভিযোগ উঠেছে। বাংলা ঝাড়খণ্ড সীমান্তের কুলটি বিধানসভা এলাকার দুনম্বর জাতীয়সড়ক সংলগ্ন রামপুর এমভিআই দপ্তর অর্থাৎ আর টি ও দ্বারা এই ট্যাক্স নেওয়া হয়। ভিন রাজ্য থেকে আগত গাড়ি চালকদের দাবি এমভিআই দপ্তর থেকে ট্যাক্স কাটাতে গেলে অতিরিক্ত টাকা লাগে। কিন্তু স্থানীয় দালাল দিয়ে ওই ট্যাক্স কাটলে কম টাকা লাগে। অভিযোগ তিন থেকে পাঁচ হাজার টাকা ট্যাক্স লাগলেও সরকারি দপ্তরে আরও কয়েক হাজার টাকা বেশী নিয়ে নেয়। কিন্তু স্থানীয় দালালরা ১০০ থেকে ১৫০ টাকা নিয়ে ওই ট্যাক্স করে দেয়। প্রসঙ্গত ঝাড়খন্ড সীমান্ত ডুবুরডিহি চেকপোস্ট সংলগ্ন পার্কিংয়ে ডান্ডা ট্যাক্স করানোর জন্য দালালের ফোন নম্বর দেওয়া বহু গুমটি গজিয়ে উঠেছে।

এই কর নিয়ে চালক ও গাড়ি মালিকদের মধ্যে অসন্তোষ ছিলই। এবার এই কর নিয়ে কালোবাজির অভিযোগ উঠেছে। অন্যদিকে বিষয়টি নিয়ে সরব হয়েছে স্থানীয় বিজেপি নেতৃত্ব। তাঁদের দাবি প্রশাসন স্থানীয় দালালদের সঙ্গে হাত মিলিয়ে মানুষকে লুটছে ও বেআইনি পাচার চালাচ্ছে। এবার এই বিষয়টি নিয়ে ইডি ও সিবিআই তদন্তে নামবে বলেও দাবি তাঁদের।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments