eaibanglai
Homeএই বাংলায়জলের পাইপ লাইন ফেটে জলমগ্ন এলাকা, ভাঙল কাঁচা বাড়ি, বন্ধ জল সরাবরাহ

জলের পাইপ লাইন ফেটে জলমগ্ন এলাকা, ভাঙল কাঁচা বাড়ি, বন্ধ জল সরাবরাহ

সন্তোষ মণ্ডল,আসানসোলঃ- বেসরকারি কারখানায় জল সরবরাহের পাইপ বসানোর সময় দুর্ঘটনা। পাইপ ফেটে, জলমগ্ন হয়ে পড়ল এলাকা। জল ঢুকলো একাধিক বাড়িতে। এমনকি জলের তোড়ে ভেঙে পড়ল বেশ কয়েকটি মাটির বাড়িও। ঘটনা আসানসোলের সালানপুর ব্লকের দেন্দুয়া কল্যানেশ্বরী রোডের নাকড়াজোড়িয়া মোড় সংলগ্ন এলাকার।

অন্যদিকে জলেপ পাইপ ফাটায় সালানপুর ব্লকের জল সরবরাহ ব্যবস্থা সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। ঘটনায় ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারা বোরিং করার কাজে আনা একটি জেসিবি মেশিন ভাঙচুর করেন। এমনকি ওই বেসরকারি সংস্থার কর্মীদেরও হেনস্থা ও ধাক্কা ধাক্কি করা হয় বলেও অভিযোগ। একইসঙ্গে এলাকার বাসিন্দারা ঘটনার প্রতিবাদে রাস্তা অবরোধ করে ক্ষতিপূরণের দাবিতে বিক্ষোভ দেখান। রাস্তা অবরোধের খবরে ঘটনাস্থলে ছুটে যায় সালানপুর থানার ও কল্যাণেশ্বরী ফাঁড়ির পুলিশ এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

জানা গেছে দেন্দুয়া এলাকার একটি বেসরকারি ইস্পাত কারখানা মাইথন জলাধার থেকে জল কারখানায় নিয়ে যাওয়ার জন্য নিজস্ব পাইপ লাইন বসাচ্ছে। এদিকে ওই এলাকায় রাস্তায় আগে থেকেই পি এইচ ই পাইপ লাইন বসানো আছে। কল্যাণেশ্বরী থেকে এই মেন পাইপ লাইনের মাধ্যমে সালানপুর ব্লকের সর্বত্র জল সরবরাহ করা হয়। স্থানীয়দের অভিযোগ ওই বেসরকারি কারখানা কর্তৃপক্ষ নিজস্ব পাইপ লাইন বসানোর জন্য মাটি না কেটে মেশিনের সাহায্যে সামান্য গর্ত করে মোটা পাইপ ঢুকিয় চাপ দিয়ে পাইপ বসানোর কাজ করছে। আর এই ভাবে পাইপ লাইন বসাতে গিয়েই শনিবার দুপুরে ঘটে যায় বড়সড় বিপত্তি। মেশিনের চাপে সালানপুর ব্লক সহ বিভিন্ন এলাকায় পিএইচই বা জনস্বাস্থ্য কারিগরি বিভাগের জল সরবরাহকারী মূল পাইপ লাইনটি ফেটে যায়। আর সঙ্গে সঙ্গে মেন পাইপ থেকে প্রচন্ড গতিতে জল বেরিয়ে এলাকা জলমগ্ন হয়ে পড়ে ও প্রায় এক ডজন বাড়িতে জল ঢুকে যায়। জলের তোড়ে ভেঙে যায় বেশ কয়েকটা কাঁচা বাড়ি। এমনকি জলের তোড়ে বেশ কয়েকটি পাকা বাড়িতে ফাটল দেখা দিয়েছে বলে অভিযোগ স্থানীয়দের। স্থানীয় এক দোকানদার জানান তার দোকানের সবকিছু জলে ভেসে গেছে।

অন্যদিকে ওই বেসরকারি কারখানার তরফে জানানো হয়েছে দ্রুত ক্ষতিগ্রস্ত বাড়িগুলি মেরামতির ব্যবস্থা করা হবে এবং খুব তাড়াতাড়ি যাতে জল সরবরাহ ব্যবস্থা চালু করা যায় তারও উদ্যোগ নেওয়া হচ্ছে। পাশাপাশি নাকড়াজোড়িয়ার গোয়ালপাড়া এলাকায় জলের ট্যাঙ্কার দিয়ে জল সরবরাহ করার কথাও জানিয়েছে কারাখানা কর্তৃপক্ষ। এর পাশাপাশি ওই ঘটনার পরে পিএইচইর এক আধিকারিক জানান, আপাতত জল সরবরাহ বন্ধ করে ওই পাইপ লাইন মেরামতের কাজ শুরু করা হয়েছে।

প্রসঙ্গত কিছুদিন আগেই এই একই কারণে দেন্দুয়া মোড়ে বিশাল অংশের পাইপ লাইন ফেটে গিয়েছিলো এবং তার জেরে প্রায় এক সপ্তাহ ব্যাপী সমগ্র সালানপুর ব্লক জলশূন্য হয়ে পড়েছিল। তার জের কাটতে না কাটতে আবারও এদিন পাইপ ফেটে দুর্ভোগের শিকার হলেন স্থানীয়রা।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments