নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ– স্বেচ্ছাসেবী সংগঠন ভগিনী নিবেদিতা মেমোরিয়াল সোসাইটির বিজয়া সম্মেলনী অনুষ্ঠিত হল শহরে। আর এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়েছিলেন প্রদেশ কংগ্রেস নেতা তথা বিশিষ্ট সমাজসেবক এবং সোসাইটির চেয়ারম্যান তরুণ রায়, সোসাইটির সভাপতি পূর্ণেন্দু পাণ্ডা, সম্পাদিকা শর্মিতা পাণ্ডা। এছাড়াও উপস্থিত ছিলেন বিশিষ্ট বুদ্ধিজীবি রঞ্জিত গুহ, অসীম সাহা, পঙ্কজ কর্মকার সহ শহরের বিশিষ্ট জনেরা। এর পাশাপাশি এদিনের অনুষ্ঠানে মহিলাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
এদিনের অনুষ্ঠানে সোসাইটির চেয়ারম্যান তরুণ রায় তার বক্তব্যে বলেন, “ভগিনী নিবেদিতা মেমোরিয়াল সোসাইটির কর্মকাণ্ড আগামী দিনে দিকে দিকে আরও ছাড়িয়ে পড়বে এই আশা রাখি। বিন্দুতে বিন্দুতে যেমন সিন্ধু গড়ে ওঠে ঠিক তেমনি এই ভগিনী নিবেদিতা মেমোরিয়াল সোসাইটি ও এক দিন বৃহৎ আকার ধারণ করবেই এই আত্মপত্রয় আমাদের আছে।” প্রসঙ্গত শহরের এই স্বেচ্ছাসেবী সংগঠনটি সারা বছর ধরে দুর্গাপুর মহকুমার নানা সমাজসেবা মূলক কাজের সঙ্গে যুক্ত থাকে। এদিনের সামগ্রিক অনুষ্ঠানটি পরিচালনা করেন বিশিষ্ট সমাজসেবক রানা সরকার।