সংবাদদাতা, আসানসোলঃ- শুক্রবার সালানপুর থানার অন্তর্গত রূপনারায়নপুর এনটিপিসি পাওয়ার গ্রিডের সামনে বকেয়া বেতন ও কাজের দাবীতে পরিবার নিয়ে বিক্ষোভ দেখাল ছাঁটাই কর্মীরা। জানা গেছে সম্প্রতি এনটিপিসি পাওয়ার গ্রিডে কর্মরত ছয়জন ঠিকা শ্রমিককে কাজ থেকে বসিয়ে দেওয়া হয়। ছাঁটাই হওয়া শ্রমিকদের দাবি তারা দীর্ঘ ২০ বছর ধরে এনটিপিসি পাওয়ার গ্রিডে কাজ করেছেন অথচ মাস খানেক আগে বিনা কারণে তাদের কাজ থেকে বসিয়ে দেওয়া হয়। পাশাপাশি তাদের গত দুমাসের বেতন বকেয়া রয়েছে বলেও অভিযোগ বিক্ষোভরত শ্রমিকদের। এর পাশাপাশি শ্রমিকদের দাবি সম্প্রতি রূপনারায়নপুর এনটিপিসি পাওয়ার গ্রিডে নতুন ডিজিএম কাজে যোগ দিয়েছিন। তিনিই পিছন থেকে কলকাঠি নেড়ে তাদের কাজ থেকে বরখাস্ত করেছেন। এখন বিক্ষোভরত শ্রমিকদের দাবি তাদের পুনরায় কাজে নিযুক্ত করতে হবে নাহলে তারা পাওয়ার গ্রিডের গেটের সামনে পরিবার নিয়ে লাতাতার বিক্ষোভ চালিয়েই যাবেন।