eaibanglai
Homeএই বাংলায়অসুস্থ ও বিশেষ চাহিদাসম্পন্নদের লাইনে দাঁড় করিয়ে শুনানি সালানপুরে

অসুস্থ ও বিশেষ চাহিদাসম্পন্নদের লাইনে দাঁড় করিয়ে শুনানি সালানপুরে

সন্তোষ কুমার মণ্ডল,আসানসোলঃ- ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়ায় শুনানি ঘিরে ভোগান্তির অভিযোগ উঠছে রাজ্যজুড়ে। কোথাও বৃদ্ধ ও বৃদ্ধাদের অ্যাম্বুল্যান্সে করে, স্ট্রেচারে শুয়ে শুনানি কেন্দ্রে পৌঁছনোর ছবি দেখা গেছে আবার কোথাও শুনানির লাইনে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থেকে অসুস্থ হয়ে মহিলার মৃত্যুর অভিযোগ উঠেছে। এবার আসানসোলের সালানপুরে এসআইআর সংক্রান্ত হেয়ারিং ঘিরে সামনে এলো চরম ভোগান্তির ছবি। অসুস্থ বৃদ্ধ-বৃদ্ধা ও বিশেষ চাহিদাসম্পন্ন নাগরিকদের হেনস্থার অভিযোগ উঠল।

প্রসঙ্গত নির্বাচন কমিশনের স্পষ্ট নির্দেশ ছিল, অসুস্থ ও বিশেষ চাহিদাসম্পন্ন নাগরিকদের ক্ষেত্রে তাঁদের বাড়িতে গিয়ে হেয়ারিং করার ব্যবস্থা করতে হবে। কিন্তু সালানপুর ব্লকে তার একেবারে উল্টো ছবি ধরা পড়ল। এদিন একাধিক অসুস্থ বৃদ্ধ-বৃদ্ধা ও শারীরিক প্রতিবন্ধী ব্যক্তিদের হেয়ারিং কেন্দ্রে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। যা নিয়ে ক্ষোভ তৈরি হয় শুনানি কেন্দ্রে আসা মানুষের মধ্যে।

একজন বয়স্ক অসুস্থ ব্যক্তি ক্ষোভ প্রকাশ করে বলেন, “আমরা অসুস্থ মানুষ। নির্দেশ ছিল আমাদের বাড়িতে এসে শুনানি নেওয়া হবে। কিন্তু সেই নির্দেশ কেউ মানেনি। বাধ্য হয়ে আজ নিজেদের নাগরিকত্ব প্রমাণ দিতে হেয়ারিং কেন্দ্রে আসতে হয়েছে।” আরও এক বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তি জানান, “শারীরিক প্রতিবন্ধকতা থাকা সত্ত্বেও হাজিরা দিতে হচ্ছে। এখানে এসে দীর্ঘ সময় দাঁড়িয়ে থেকে তথ্য জমা দিতে হচ্ছে। এটা অত্যন্ত অমানবিক।”

স্থানীয়দের অভিযোগ, প্রশাসনের গাফিলতির কারণে অসুস্থ ও বিশেষ চাহিদাসম্পন্ন নাগরিকদের অযথা হয়রানির শিকার হতে হচ্ছে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments