সন্তোষ কুমার মণ্ডল,আসানসোলঃ– ভুয়ো নথি দিয়ে সরকারি জমি দখল চক্রের হদিশ আসানসোলে। ঘটনায় এক জনকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতকে হেফাজতে নিয়ে চক্রে কারা কারা যুক্ত রয়েছে জানার চেষ্টা চালাচ্ছে পুলিশ।
ঘটনা প্রসঙ্গেল জানা যায় সম্প্রতি আসানসোলের হিরাপুর থানার বার্নপুরের নরসিংবাধ এলাকায়, সরকারি কাগজ ও ভূমি ও ভূমি রাজস্ব দপ্তরের ভুয়ো নথি দিয়ে বেশ কয়েক কাঠা জমি দখল করার অভিযোগ উঠেছে একটি চক্রের বিরুদ্ধে। গত ২০ ফেব্রুয়ারি এই ব্যাপারে একটি অভিযোগ জমা পড়ে হিরাপুর থানায়। সেই অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে আসানসোলের হিলভিউের বাসিন্দা নীরজ সিংয়ের খোঁজ পায় পুলিশ। তদন্তে পুলিশ জানতে পারে কয়েকজনের সাহায্য নিয়ে নীরজ সিং ভূমি ও ভূমি রাজস্ব দপ্তরের নথি নকল করে ভুয়ো নথি তৈরি করে এবং সেই ভুয়ো নথির সাহায্যে বার্নপুরের নরসিংবাধ এলাকায় সরকারি খাস জমি দখল করে নেয়। পুলিশ বুধবার সন্ধ্যায় নীরজ সিংকে গ্রেফতার করে বৃহস্পতিবার সকালে তাকে আসানসোল আদালতে পেশ করলে, ধৃতকে ৭দিনের পুলিশ হেফাজত দেন বিচারক।
এই প্রসঙ্গে আইনজীবী শেখর কুন্ডু বলেন, “এই মামলায় ভালো করে তদন্ত করা হলে অনেকের নাম পাওয়া যাবে। এর পেছনে শুধুমাত্র নীরজ সিং নয়, অনেক লোক আছে। বার্নপুরে এই রকম ভুয়ো নথি জমা দিয়ে সরকারি খাস জমি দখলের অনেক অভিযোগ আছে।”





