সন্তোষ কুমার মণ্ডল, আসানসোলঃ- এটিএমে কার্ড আটকে উধাও হয়ে গেল ২৫,৫০০ টাকা। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে আসানসোলের বার্নপুর রোডের কোর্ট মোড়ের অদূরে একটি একটি রাষ্ট্রয়ত্ব ব্যাঙ্কের এটিএমে। আসানসোল সাইবার থানায় এই বিষয়ে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন আসানসোল দক্ষিণ থানার ডুরান্ড হল এলাকার লোকো কলোনির বাসিন্দা তন্ময় আঢ্য।
তন্ময়বাবু জানান গত ১৭ আগস্ট রবিবার সকাল পৌনে আটটা নাগাদ বার্নপুর বাজার যাওয়ার পথে বার্নপুর রোডে কোর্ট মোড়ের কাছে একটি রাষ্ট্রায়ত্ব ব্যাংকের এটিএমে যান টাকা তোলার জন্য। ২০০০ টাকা তোলার জন্য এটিএম মেশিনে কার্ড ঢুকিয়ে সমস্ত প্রক্রিয়া সম্পন্ন করেন। কিন্তু টাকা বেরোয়নি এমনকি কার্ড এটিএমে আটকে যায়। তিনি যখন কার্ড বার করার চেষ্টা করছিলেন তখন এটিএমের বাইরে দাঁড়িয়ে থাকা একজন এটিএমের ভিতরে ঢুকে তাকে একটি মোবাইল নম্বরে কল করার পরামর্শ দেন। তন্ময়বাবু ওই নম্বরে কল করতে তাঁকে বলা হয় রবিবার হওয়ায় এটিএম ইঞ্জিনিয়ারদের ঘটনাস্থলে পৌঁছতে সময় লাগবে এবং তাঁকে কিছুক্ষণ বাদে এটিএমে গিয়ে খোঁজ নেওয়ার পরামর্শ দেওয়া হয়। সেই পরামর্শ অনুযায়ী তিনি বার্নপুর বাজারে রওনা দেন তাঁর কাজ সারতে। কিন্তু কিছুক্ষণের মধ্যেই তাঁর মোবাইলে পরপর তিনটি ম্যাসেজ ঢোকে। সেই ম্যাসেজ থেকে তিনি জানতে পারেন তাঁর অ্যাকাউন্ট থেকে পর পর তিনটি ধাপে ২৫,৫০০ টাকা তোলা হয়েছে। তিনি দ্রুত ওই এটিএমে ফিরে গিয়ে দেখেন সেখানে তাঁর এটিএম কার্ডটি নেই। এরপর আসানসোল সাইবার থানায় গিয়ে লিখিত অভিযোগ দায়ের করেন তন্ময়বাবু। পাশাপাশি যে রাষ্ট্রায়ত্ব ব্যাংকের একাউন্ট ও এটিএম কার্ড সেই ব্রাঞ্চেও অভিযোগ দায়ের করেন।
কিন্তু সেই ঘটনা ও অভিযোগ দায়ের করার পর ১০ দিন পার হয়ে গেলেও এখনও তন্ময় আঢ্য তার টাকা বা এটিএম কার্ড কোনটাই ফিরে পাননি। স্বাভাবিক ভাবেই এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন এলাকার বাসিন্দারা ওই ব্যাঙ্কের গ্রাহকরা।





