সন্তোষ কুমার মণ্ডল,আসানসোলঃ- আসানসোলের কালিপাহাড়ির কুর্তিয়া পাড়া এলাকা সংলগ্ন জঙ্গল থেকে উদ্ধার হল এক শিশুর দেহ। শুক্রবার সকালের এই এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।
জানা গেছে শুক্রবার সকালে জঙ্গলের মধ্যে একটি স্থানে বেশ কিছু কুকুরকে জড়ো হতে দেখে সন্দেহ হয় এলাকার বাসিন্দাদের। পরে ওই জায়গা থেকে দুর্গন্ধ বের হওয়ায় খোঁজ খবর নিতে গিয়ে স্থানীয় কয়েকজন একটি শিশু দেহ পড়ে থাকতে দেখেন। সঙ্গে সঙ্গে তারা খবর দেন আসানসোল দক্ষিণ থানায় । পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়।
প্রাথমিক তদন্তের পর পুলিশের অনুমান মৃত শিশুর বয়স আনুমানিক এক বছর। পাশাপাশি শিশুটির দেহ বিকৃত হয়ে যাওয়ায় মনে করা হচ্ছে কয়েকদিন আগে শিশুটির মৃত্যু হয়েছে। অন্য কোন জায়গা থেকে কেউ বা কারা শিশুর মৃতদেহটি কাপড়ে মুড়ে জঙ্গলে ফেলে দিয়ে গেছে বলে মনে করছে পুলিশ। শিশুর নাম পরিচায় জানা যায়নি। মৃত্যু কারণ নিয়ে ধন্ধ তৈরি হয়েছে। তবে পুলিশের দাবি ময়নাতদন্তের রিপোর্ট এলে মৃত্যুর কারণ স্পষ্ট হবে।





