eaibanglai
Homeএই বাংলায়'বাংলার বাড়ি প্রকল্প'- অনুমোদন পেল ২০ লক্ষ বাড়ি

‘বাংলার বাড়ি প্রকল্প’- অনুমোদন পেল ২০ লক্ষ বাড়ি

অঙ্কিতা চ্যাটার্জ্জী, আসানসোলঃ- কেন্দ্র সরকারের বঞ্চনা সত্ত্বেও রাজ্যের নিজস্ব তহবিল থেকে রাজ্যের গরীব মানুষদের জন্য ২০ লক্ষ বাড়ির অনুমোদন দিল পশ্চিমবঙ্গ সরকার। বাড়ি নির্মাণের জন্য প্রাপ্য অর্থ প্রাপকদের নিজ নিজ ব্যাংক অ্যাকাউণ্টে জমা করে দেওয়া হবে। পশ্চিম বর্ধমান জেলা শাসকের কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এই অর্থ বরাদ্দের কথা ঘোষণা করা হয়।

অনুষ্ঠানে পশ্চিম বর্ধমান জেলা শাসক এস. পোন্নাম্বলম ছাড়াও উপস্থিত ছিলেন পশ্চিম বর্ধমান জেলা পরিষদের সভাধিপতি বিশ্বনাথ বাউরি, ভি. শিবদাসন দাসু ছাড়াও জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

বিশ্বনাথ বাউরি বলেন, সিঙ্গুরে আয়োজিত এক জনসভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার বাড়ি প্রকল্পের আওতায় ২০ লক্ষ বাড়ি তৈরির জন্য অর্থ বরাদ্দ করেছেন। এই অর্থ আজ থেকেই তাদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠিয়ে হবে। এছাড়াও মুখ্যমন্ত্রী রাজ্যের মানুষের স্বার্থে আরও একাধিক জনকল্যাণমূলক প্রকল্প চালু করেছেন। প্রসঙ্গত রাজ্য সরকার ২০২৫ সালে ১২ লক্ষ এবং ২০২৬ সালের শুরুতে ২০ লক্ষ অর্থাৎ মোট ৩২ লক্ষ মানুষের জন্য ‘বাংলার বাড়ি প্রকল্প’-এ অর্থ বরাদ্দ করেছে।

পাশাপাশি, স্থানীয় সাংসদ দীপক অধিকারী (দেব)-র দীর্ঘদিনের দাবি মেনে মুখ্যমন্ত্রী ‘ঘাটাল মাস্টার প্ল্যান’ অনুমোদন করেছেন। মুখ্যমন্ত্রীর এই ঘোষণায় এলাবাসী খুব খুশি।

প্রসঙ্গত, প্রতিবছর বর্ষাকালে অতিরিক্ত বৃষ্টি হলে অথবা ডিভিসি তাদের বিভিন্ন জলাধার থেকে জল ছেড়ে দিলে ঘাটালের বিস্তীর্ণ অংশ বন্যার জলে ভেসে যায়। কৃষিজমি থেকে শুরু করে গৃহস্থ বাড়ির ক্ষতি হয়। রাস্তায় বন্যার জল জমে থাকায় এক সময় নৌকায় যাতায়াত করতে হয়। তৃণমূল সাংসদ দেব দীর্ঘদিন ধরে কেন্দ্র সরকারের কাছে ঘাটাল মাস্টার পরিকল্পনার বাস্তবায়নের দাবি তুললেও তারা গুরুত্ব দেয়নি। এখন পরিকল্পনাটি বাস্তবায়িত হলে ঘাটালবাসী দীর্ঘদিনের যন্ত্রণা থেকে মুক্তি পাবেন।


RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments