সংবাদদাতা,আসানসোলঃ- নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিনের ছুটি বাতিল করেছে চিত্তরঞ্জন রেল কর্তৃপক্ষ। প্রতিবাদে পথে নেমে প্রতিবাদে সরব হল বাংলা ও বাঙালির অধিকার নিয়ে কাজ করা সমাজ সেবী সংগঠন “বাংলা পক্ষ”। জিএম অফিসের সামনে জমায়েতের পাশাপাশি রেল শহরের গেটে অবস্থান, অবরোধ ও বিক্ষোভে করে প্রতিবাদে সরব হয় সংগঠনের কর্মী সমর্থকরা। ঘটনাকে কেন্দ্র করে এদিন উত্তেজনা ছড়ায় রেল শহরে।
বাংলা পক্ষের পশ্চিম বর্ধমান জেলার অন্যতম কর্মকর্তা অক্ষয় ব্যানার্জি বলেন, স্বাধীনতার যোদ্ধা নেতাজি সুভাষচন্দ্র বসুকে রেল কর্তৃপক্ষ গুরুত্ব দিচ্ছেন না। এমনকি চিত্তরঞ্জন দাশকেও রেল কর্তৃপক্ষ যথাযোগ্য সম্মান দেয় না। বাঙালিদেরকে পদে পদে অসম্মান করা হচ্ছে।” তিনি জানান, ২৩শে জানুয়ারি ছুটি বাতিলের বিরুদ্ধে এবং বাংলার মনীষীদের সম্মান রক্ষা দাবি জানিয়ে জিএমের হাতে তাঁরা স্মারকলিপি তুলে দিতে চেয়েছিলেন, কিন্তু সেটিও দিতে দেওয়া হচ্ছে না। তাঁরা তাঁদের কর্মসূচির কথা আগে থেকে রেলকর্তৃপক্ষককে লিখিতভাবে জানিয়ে রাখলেও এদিন জিএম অফিসের সামনে জমায়েত শুরু হতেই আরপিএফ তাঁদের জোর পূর্বক হটিয়ে দেয় এবং বলা হয় কোনো প্রকার জমায়েত বা স্বারকলিপি দেওয়া যাবে না। এমনকি তাঁদের চিত্তরঞ্জন রেল শহরের বাইরে চলে যাওয়ার নির্দেশ দেওয়া হয়। এরপরই তাঁরা তিন নম্বর গেটের বাইরে এসে অবস্থান বিক্ষোভ শুরু করেন।
এদিকে বাংলা পক্ষের অবস্থান বিক্ষোভের জেরে চিত্তরঞ্জন শহরের ঢোকার প্রধান রাস্তা তিন নাম্বার গেট অবরোধ হয়ে পড়ে। আড়াই ঘণ্টা অবরোধ চলার পর তাদের একটি প্রতিনিধি দলকে জিএম অফিসে ডেকে পাঠানো হয়। এবং তাদের হাত থেকে স্বারকলিপি গ্রহণ করা হয়। এরপর পরিস্থিতি স্বাভাবিক হয়।
অন্যদিকে রেল কর্তৃপক্ষের তরফে ডেপুটি জেনেরাল ম্যানেজার দাবি করেন, নতুন করে কোন ছুটি বাতিল করা হয়নি। আগে যা ছিল এবারও তাই আছে। ব্যাখ্যা দিতে গিয়ে তিনি বলেন, “এটা রেস্ট্রিক্টেড হলিডে অর্থাৎ যাদের ইচ্ছে হবে তারা ছুটি চাইবেন এবং যাদের ইচ্ছা তারা কাজ করবেন।”