সংবাদদাতা,আসানসোলঃ– বাইক চুরির ঘটনার তদন্তে নেমে বড়সড় সাফল্য পেল আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের হীরাপুর থানার পুলিশ। আসানসোল জেলে থাকা বন্দি আসামিকে জিজ্ঞাসাবাদ করে চুরি যাওয়া পাঁচটি বাইক উদ্ধার করল পুলিশ। ঘটনায় গ্রেফতার করা হয়েছে এক জনকে।
এ সি পি ঈপ্সিতা দত্ত হীরাপুর থানায এক সাংবাদিক বৈঠক করে বিষয়টি নিয়ে সবাইকে অবগত করেন। তিনি বলেন গত ৭ জানুয়ারি আসানসোল দক্ষিণ থানা অন্তর্গত বুধা এলাকার বাসিন্দা কল্যাণ দা নামক এক ব্যক্তির বাইক, বেণীমাধব নগরের লোকনাথ মন্দির সামনে থেকে চুরি যায়। ১৬ জানুয়ারি চুরির ঘটনার লিখিত অভিযোগ দায়ের হয়। এর পর তদন্তে নেমে হীরাপুর থানার পুলিশ জানতে পারে আসানসোল উত্তর থানার পুলিশ বাইক চুরি মামলায় শুভ্রশীল ঘোষ ওরফে অমিত নামে একজনকে গ্রেফতার করেছিল। সে বর্তমানে আসানসোল জেলে রয়েছে। জেলে গিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ বুঝতে পারে ওই বন্দির কাছে গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে। এরপরই তাকে সোন এরেস্ট করে নিজেদের হেফাজতে নেয় ও জিজ্ঞাসাবাদ করে তার কাছ থেকে পাওয়া তথ্য অনুসারে অভিযান চালিয়ে ওয়াগেন কলোনির পরিত্যক্ত জায়গা থেকে চুরি যাওয়া বাইক সহ আরো অন্য চারটি বাইক উদ্ধার করে। পাশাপাশি একজনকে গ্রেফতার করে।
তদন্তে পুলিশ জানতে পেরেছে চুরি যাওয়া বাইক স্কুটার বিনা নথিপত্রে কম দামে বিক্রি করা হতো। এই চক্রের সঙ্গে আর কারা যুক্ত রয়েছে তা জানতে ধৃতকে হেফাজতে নিয়ে তদন্ত করছে পুলিশ।





