সন্তোষ কুমার মণ্ডল,আসানসোলঃ- বহুদিন ধরে এলাকায় সাফাই অভিযান হয়নি। এলাকা আবর্জনা ও জঞ্জালে ভরে গেছে। জঞ্জাল জমে বন্ধের মুখে নিকাশি নালাগুলি। বহুবার স্থানীয় তৃণমূল কাউন্সিলরকে জানিয়েও কোনো কাজ হয়নি। আসানসোল পুরনিগমের ৮০ ননম্বর ওয়ার্ড এলাকা পরিদর্শন গিয়ে এলাকার মানুষের কাছ থেকে এমনই সব অভিযোগের কথা শুনেছিলেন আসানসোল দক্ষিণের বিধায়ক অগ্নিমিত্রা পাল এবং দিয়েছিলেন সমস্যা সমাধানের আশ্বাস।
সেই সমতো বিধায়ক দলের কর্মকর্তাদের বিষয়টি দেখার নির্দেশ দেন। সেই নির্দেশে দলের উদ্যোগে বৃহস্পতিবার নেতাজি নগর এলাকায় সাফাই অভিযানে নামেন বিজেপি মন্ডল ২ এর কার্যকর্তারা। এলাকায় সাফাই অভিযান চালানোর পাশাপাশি ড্রেনগুলিও পরিষ্কার করা হয়। এলাকার বাসিন্দাদের পাশে নিয়ে ভিক্কি যাদব, কাজল মন্ডল, সুমন দেবী, মুন্না হাঁড়ি, সঞ্জয় কুমাররা এই সাফাই অভিযানের তত্ত্বাবধান করেন।
বিজেপি বিধায়িকার এই উদ্যোগ ও তৎপরতায় স্বাভাবিক ভাবেই খুশি এলাকার বাসিন্দারা।