eaibanglai
Homeএই বাংলায়অ্যাপ নিয়ে বিভ্রান্তি ও ক্রমাগত কাজের চাপ বাড়ানোর অভিযোগ, বিক্ষোভে বিএলওরা

অ্যাপ নিয়ে বিভ্রান্তি ও ক্রমাগত কাজের চাপ বাড়ানোর অভিযোগ, বিক্ষোভে বিএলওরা

সন্তোষ কুমার মণ্ডল,আসানসোলঃ– অ্যাপ নিয়ে বিভ্রান্তি ও ক্রমাগত কাজের বোঝা চাপিয়ে দেওয়ার অভিযোগে শুক্রবার বিক্ষোভে সামিল হলেন আসানসোলের বারাবনী বিধানসভার সালনপুর ব্লকের বিএলওরা। এদিন সালনপুর বিডিও অফিসের সামনে প্ল্যাকার্ড নিয়ে বক্ষোভ দেখান ব্লকের ১৪৫ জন বিলও। পরে মোবাইল অ্যাপের মাধ্যমে ফলাফল জমা দেওয়ার সময়সীমা বাড়ানোর জন্য ইআরও অফিসারের কাছে একটি লিখিত স্মারকলিপি জমা দেন তাঁরা।

বিক্ষোভরত বিএলওরা জানান, প্রথমে তাঁদের এসআইআর ফর্ম বিতরণ এবং জমা দিতে বলা হয়েছিল। সেগুলি অনলাইনে আপলোডও করা হয়েছে। এখন, আবার ত্রুটিযুক্ত ফর্মগুলি যাচাই করা, তথ্য সংগ্রহ করা এবং পুনরায় জমা দেওয়ার নির্দেশ দেওয়া হচ্ছে। এক বিএলও বলেন, “আমরা কঠোর পরিশ্রম করে অত্যন্ত কষ্টের সাথে কাজ করেছি। শেষ মুহূর্তে আমাদের উপর আরও কাজ চাপিয়ে দেওয়া হচ্ছে। আগামী ১৪ ডিসেম্বরের মধ্যে হাজার হাজার ভোটারের ফর্ম ভেরিফিকেশন করা সহজ হবে না। এছাড়াও ফর্ম ভেরিফিকেশনের জন্য যে অ্যাপ দেওয়া হয়েছে, সেটির ব্যবহার সম্বন্ধে তারা অনেকেই ওয়াকিবহাল নন।”

তারা পুরো বিষয়টি মৌখিকভাবে বিডিও দেবাঞ্জন বিশ্বাসকে জানান। বিডিও তাদের আশ্বাস দিয়ে জানান ভেরিফিকেশনের বিষয়টি যথেষ্ট সরল প্রক্রিয়া, এই নিয়ে বিব্রত হওয়ার কিছু নেই। বিডিও’র আশ্বাস পেয়ে অবশেষে বিক্ষোভ তুলে নেন বিক্ষাভরত বিএলওরা।

অন্যদিকে বিএলওদের বিক্ষোভ নিয়ে বিডিও দেবাঞ্জন বিশ্বাস জানান, নির্বাচন কমিশনের দেওয়া মোবাইল অ্যাপ নিয়ে বিএলওদের যে ভয় ছিল তা কেটে গেছে। ১৬ ডিসেম্বর খসড়া ভোটার তালিকা প্রকাশের আগেই বিধিবদ্ধ কাজগুলি সম্পূর্ণ হবে বলেই আশা প্রকাশ করেন তিনি।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments