সংবাদদাতা,আসানসোলঃ– শহরে ফের মিনিবাসের বাসের দৌরাত্ম্য। রেষারেষি করতে গিয়ে দ্রুত গতিতে থাকা যাত্রীবাহী মিনিবাস স্কুটারে ধাক্কা মেরে উল্টে গেল। দুর্ঘটনায় মৃত্যু হয়েছে দুজনের। আহত হয়েছে প্রায় ১৪ জন। তাদের মধ্যে আশঙ্কাজনক ৭-৮ জন। দুর্ঘটনাটি ঘটেছে আসানসোলের আরাডাঙ্গা আরপিএফ ইস্ট পোস্টের কাছে।
জানা গেছে এদিন দুপুর তিনটে নাগাদ, কাল্লা থেকে আসানসোলগামী একটি যাত্রীবাহী মিনিবাস রেষারেষি করতে করতে দ্রুত গতিতে ছুটছিল। সেই সময় আরাডাঙ্গা আরপিএফ ইস্ট পোস্টের কাছে একটি স্কুটারকে ধাক্কা মেরে উল্টে যায় বাসটি। জানা গেছে বাসে ওই সময় প্রায় ২০ জন যাত্রী ছিল। এদিকে বাস উল্টে বাসের মধ্যে আটকে পড়েন যাত্রীরা। আসানসোল দক্ষিণ থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগীতায় বাস থেকে যাত্রীদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। প্রত্যক্ষদর্শীদের দাবি বাসটি অত্যন্ত দ্রুত গতিতে থাকায় নিয়ন্ত্রণ হারায় ও দুর্ঘটনা ঘটে।
অন্যদিকে এই দুর্ঘটনায় জেরে সাময়িক ওই রাস্তায় যান চলাচাল ব্যহত হয়। পরে পুলিশ দুর্ঘটনাগ্রস্ত বাস ও স্কুটারটিকে রাস্তা থেকে সরিয়ে যান চলাচল স্বাভাবিক করে।