সন্তোষ কুমার মণ্ডল,আসানসোলঃ– আসানসোল কোলিয়ারি এলাকায় অবৈধ কয়লা কারবারের ঘটনা নতুন কিছু নয়। যা নিয়ে অস্বস্তিতে রাজ্য সরকারও। রাজ্যের অবৈধ পাচার রুখতে নবান্নে বৈঠক করে কড়া নির্দেশ দিয়েছেন স্বয়ং মুখ্যমন্ত্রী। ওই নির্দেশের পরই জেলায় শুরু হয়েছে ধরপাকড়। পাশাপাশি শাস্তির খাঁড়া নেমেছে একাধিক পুলিশ আধিকারিকের বিরুদ্ধে। এবার কয়লা চুরি বা অবৈধ পাচার রুখতে তৎপর হল আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেট।
দিন কয়েক আগে স্থানীয়দের কাছ থেকে রানীগঞ্জের বড়দই এলাকায় অবৈধ কয়লা খনি গজিয়ে উঠছে খবর পেয়ে ব্যবস্থা নিল রানীগঞ্জ থানার পাঞ্জাবি মোড় ফাঁড়ির পুলিশ। রবিবার এলাকার প্রায় আটটি অবৈধ কয়লা খনিমুখ ভরাট করে দিল পুলিশ। উপস্থিত ছিলেন রানীগঞ্জ থানার পাঞ্জাবি মোড় ফাঁড়ির সদ্য দায়িত্বপ্রাপ্ত আইসি করতার সিং, সাব-ইন্সপেক্টর কুন্তল হালদার। পুলিশ প্রশাসন সূত্রে জানা গেছে কোন অবৈধ কাজ বরদাস্ত করা হবে না। কোনরূপ কোন অভিযোগ পেলেই কড়া হাতে মোকাবেলা করা হবে।
অন্যদিকে এদিন এই অবৈধ খাদান গুলি ভরাট করতে পুলিশ প্রশাসন তৎপর হলেও ই সি এল কর্তৃপক্ষের দেখা মেলেনি।