সন্তোষ কুমার মণ্ডল, আসানসোলঃ- চারচাকা গাড়িতে করে গরু চুরি করে পালানোর চেষ্টা। পুলিশ ধাওয়া করায় গরু সহ গাড়ি ফেলে রেখে চম্পট দিল চোরের দল। ঘটনা আসানসোল দক্ষিণ থানার মহিশীলা গ্রাম এলাকার।
জানা গেছে, আসানসোল দক্ষিণ থানার মহিশীলা গ্রাম এলাকা থেকে বুধবার মধ্যরাতে ২টি গরু চুরি করে একটি সাদা রঙের স্করপিও গাড়িতে চাপিয়ে পালাচ্ছিলো চোরের দল। বিষয়টি নজরে আসে আসানসোল দক্ষিণ থানার এক সিভিক ভলেন্টিয়ারের। তিনি খবর দেন আসানসোল দক্ষিণ থানায়। খবর পেয়েই তৎপরতা দেখায় পুলিশ এবং আসানসোলের ভগৎ পাড়ায় স্করপিও গাড়িটিকে ধাওয়া করে ধরে ফেলে। যদিও দুষ্কৃতীরা গাড়ি সহ গরু ফেলে রেখে চম্পট দেয় চোরের দল। পুলিশ গাড়ি আটক করে থানায় নিয়ে যায়। পরে গরু দুটির মালিক থানায় গিয়ে প্রয়োজনীয় নথি দেখিয়ে গরু দুটি নিয়ে যায়।
অন্যদিকে আটক করা গাড়ির মালিক ও দুষ্কৃতীদের খোঁজ শুরু হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।





