সন্তোষ কুমার মণ্ডল,আসানসোলঃ- পূর্ব রেলের আসানসোল ডিভিশনের যাত্রীদের সামগ্রিক সুযোগ-সুবিধা ও নিরাপত্তা বৃদ্ধিতে একাধিক পদক্ষেপ গ্রহণ করছে রেলকর্তৃপক্ষ। তারই অংশ হিসেবে আসানসোল ডিভিশনের কুমারডুবি, বরাকর, মুগমা, সালানপুর, রানিগঞ্জ ইত্যাদি প্রধান স্টেশনগুলির আপ এবং ডাউন প্ল্যাটফর্মগুলিতে ৭২ ওয়াট এবং ৪৫ ওয়াটের আলোর ফিক্সচার দিয়ে সজ্জিত প্রায় ৩০/৩২টি অতিরিক্ত বৈদ্যুতিক খুঁটি বসানো হয়েছে। কর্তৃপক্ষের দাবি এর ফলে বিশেষ করে রাতে ভ্রমণ কালে যাত্রীদের ভ্রমণ আরও নিরাপদ এবং আরামদায়ক হবে। নিরাপত্তা বাড়ার পাশাপাশি যাতায়াতেরও সুবিধা হবে।
অন্যদিকে দুর্গাপুর স্টিল এক্সচেঞ্জ ইয়ার্ড (ডিএসইওয়াই) এবং উখরায় দুটি হাই-মাস্ট টাওয়ার চালু করা হয়েছে। বিশেষ করে রাতে কর্মরত কর্মীদের জন্য আলোর এই উন্নত ব্যবস্থা করা করেছে। এর ফলে কর্মীদের নিরাপত্তা বৃদ্ধি পাবে ও কাজেরও সুবিধা হবে।
সীতারামপুর এবং মধুপুরের মতো স্টেশন এলাকাতেও আলোর ব্যবস্থা করা হয়েছে। ফলে এই সব এলাকাগুলিতে যাত্রী সংখ্যা বৃদ্ধি পাচ্ছে বলে দাবি রেলের। একইভাবে, মধুপুর স্টেশনে ২০টি ডেকোরেশন খুঁটি, ২২টি অষ্টভুজাকার খুঁটি এবং ৫০টি বাগানের আলো বসানো হয়েছে। দুটি হাই-মাস্ট লাইটও বসানোর কাজ চলছে। যা গোটা এলাকাকে বিমানবন্দরের মতো চেহারা দেবে বলে দাবি রেলের।





