সন্তোষ কুমার মণ্ডল,আসানসোলঃ- গত ৪ নভেম্বর রাজ্য জুড়ে শুরু হয়েছে ভোটার তালিকার স্পেশাল ইনটেনসিভ রিভিশন বা বিশেষ নিবিড় সংশোধন। সেই প্রক্রিয়ায় গত ১০দিনে অর্থাৎ বৃহস্পতিবার দুপুর পর্যন্ত পশ্চিম বর্ধমান জেলায় ৮৬ শতাংশ ইনুমেরেশন ফর্ম বিলি করা হয়েছে। বৃহস্পতিবার জেলাশাসক কার্যালয়ে জেলাশাসকের সভাপতিত্বে অনুষ্ঠিত এসআইআর প্রক্রিয়া সম্পর্কিত একটি সর্বদলীয় বৈঠক এমনটাই জানিয়েছেন জেলাশাসক এস পোন্নাবলম।
জানা গেছে এই জেলায় বিএলওদের ২৩ লক্ষ ২৭ হাজার ফর্ম বিলি করতে হবে। তার মধ্যে ইতিমধ্যেই ২০ লক্ষ ১০ হাজার ফর্মি বিলি হয়ে গেছে।
এদিনের বৈঠকে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা জেলাশাসকের কাছে এসআইআর সম্পর্কিত নানা সমস্যার কথা তুলে ধরেন। যেমন কংগ্রেস নেতা প্রসেনজিৎ পুইটুন্ডি ও বিজেপি নেতা প্রশান্ত চক্রবর্তীরা এক জায়গা থেকে অন্যত্র কাজের বা অন্য কোন সূত্রে চলে যাওয়া ভোটাররা যাদের পরবর্তীতে ভোটার তালিকায় নাম ওঠেনি তারা কীভাবে কোথা থেকে ফর্ম সংগ্রহ করবেন তা নিয়ে জানতে চাওয়া হয়। প্রসেনজিৎবাবু যেমন বলেন, কেউ আগে চিত্তরঞ্জনে থাকতেন। এখন অন্যত্র চলে গেছেন। আবার অনেকে আগে যে কোয়ার্টারে থাকতেন সেসব ভেঙে বর্তমানে অন্যকিছু তৈরি হয়েছে। এই ধরণের লোকেরা কোথায় এই ফর্ম পাবেন? কংগ্রেসের তরফে পরামর্শ দেওয়া হয়েছে বিভিন্ন রাজনৈতিক দলের বুথ লেভেল এজেন্টদের সাথে যোগাযোগ করে এই ধরণের লোকদের একটি নির্দিষ্ট জায়গায় ডেকে ফর্ম দেওয়া যেতে পারে। অন্যদিকে তৃণমূলের তরফে বৈধ ভোটারের নাম, ভোটার তালিকা থেকে যেন বাদ না যায় তার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার আবেদন জানানো হয়।
বৈঠকের পরে জেলাশাসক জানান, জেলার সব বিএলও খুব ভালোভাবে কাজ করছেন। এছাড়া ২০০২ এর ভোটার তালিকার ভোটার তালিকায় নাম থাকুক বা না থাকুক তিনি সকলকে এই ফর্ম পূরণ করার আবেদন করেন। যাতে তার ড্রাফট তালিকায় থাকে।
এদিনের বৈঠকে জেলাশাসক ও নির্বাচন কমিশন স্বীকৃত সব রাজনৈতিক দলের প্রতিনিধিরা ছাড়াও উপস্থিত ছিলেন এডিএম বা অতিরিক্ত জেলাশাসক সুবাশিনী ই, আসানসোলের মহকুমাশাসক (সদর) বিশ্বজিৎ ভট্টাচার্য সহ অন্য প্রশাসনিক আধিকারিকেরা।


















