eaibanglai
Homeএই বাংলায়রেল কর্মী, লোকো পাইলট ও আরপিএফ ব্যারাকের জন্য প্রায় ৭৪ কোটি টাকা...

রেল কর্মী, লোকো পাইলট ও আরপিএফ ব্যারাকের জন্য প্রায় ৭৪ কোটি টাকা ব্যায়

সংবাদদাতা,আসানসোলঃ– রেল কর্মী, লোকো পাইলট ও আরপিএফ জওয়ানদের উন্নত পরিষেবা দিতে প্রায় ৭৪ কোটি টাকা ব্যায় করতে চলছে পূর্ব রেলের আসানসোল ডিভিশন। আসানসোল ডিভিশনের লোকো পাইলটদের জন্য একটি তিন তারা হোটেলের সুবিধা সহ সুসজ্জিত একটি লবি তৈরি করা হবে। যার জন্য ব্যায় হবে ৪৫ কোটি টাকা। ২৮ কোটি টাকা খরচ করে করা হবে রেল কর্মচারীদের জন্য ভালো আবাসন। এর পাশাপাশি কোটি টাকা খরচ করে আরপিএফ জওয়ানদের জন্য উন্নত ব্যারাকও তৈরি করা হবে। এক সাক্ষাৎকারে এই পরিকল্পনা কথা জানিয়েছেন আসানসোলের ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার চেতনানন্দ সিং।

ডিআরএম আরো বলেন, আসানসোল ডিভিশন পণ্য লোডিংয়ের ক্ষেত্রে দেশের সপ্তম স্থানে রয়েছে। লোডিং এবং আনলোডিং সম্মিলিতভাবে পঞ্চম স্থানে রয়েছে । একটি পণ্যবাহী ট্রেন বা একটি যাত্রীবাহী ট্রেনই হোক না কেন, রেল চালানোর ক্ষেত্রে কর্মীদের ভূমিকা থাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই তাদের জন্য আধুনিক সুযোগ সুবিধা সম্বলিত তিন তারা বা থ্রি স্টার হোটেলের মতো সুবিধা সহ লবি তৈরি করা হচ্ছে। এছাড়াও তিনি জানান, গত ১৯ বছরে, প্রতি ২০ থেকে ২৫ কিলোমিটারে আরপিএফ ব্যারাক তৈরি করা হয়েছে। এ ছাড়া অফিসও নির্মাণ করা হয়েছে। এবার আগামী তিন-চার মাসের মধ্যে সব জায়গায় নতুন আরপিএফ ব্যারাক তৈরি করা হবে।

এরপাশাপাশি এই নতুন প্রকল্পে আসানসোল স্টেশনে যাত্রী সুবিধা আরো বাড়বে বলে জানান ডিআরএম। একইভাবে দুর্গাপুর স্টেশনের সংস্কারের পাসাপাশি সেখানে ২০ কোটি টাকা খরচে একটি পণ্য বা গুডস শেড তৈরি করা হবে। অন্ডাল ও দুর্গাপুরকে নিয়ে যৌথ পরিকল্পনায় কাজ করা হচ্ছে। সেখানে পঞ্চম লাইন বসানো হবে। যার ফলে ট্রেন চলাচল সহজ হবে। অন্যদিকে অন্ডাল ও সাঁইথিয়ার মধ্যে নতুন মেমু ট্রেন চালানো হবে। মাল্টি ট্র্যাকিং প্রকল্পটি রানিগঞ্জ স্টেশনের মধ্য দিয়ে যাবে। তাই সেখানেও অনেক কাজ হবে।

প্রসঙ্গত ২০২৪-২৫ অর্থ বর্ষে সারাধণ বাজেটে রেলের জন্য ২.৬৫ লক্ষ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments