রামকৃষ্ণ চ্যাটার্জ্জী, আসানসোল, পশ্চিম বর্ধমান -: মাত্র কয়েকদিন বাকি। তারপরই শুরু হচ্ছে বাঙালির শ্রেষ্ঠ শারদীয় উৎসব। হাজার হাজার মানুষ থাকবে রাস্তায়। মেতে উঠবে আনন্দে। দুর্ঘটনা জনিত কারণে উৎসবের আনন্দ যাতে বিষাদে পরিণত না হয় তারজন্য সড়ক দুর্ঘটনা রোধে তৎপর হয়ে উঠেছে আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ট্রাফিক বিভাগ। তাদের পক্ষ থেকে দুর্ঘটনা প্রবণ আসানসোলের ভগত সিং মোড়ে একটি সড়ক নিরাপত্তা সচেতনতা কর্মসূচির আয়োজন করা হয়।
ডিসিপি ট্রাফিক পিভিজি সতীশ, এসিপি ট্রাফিক বিশ্বজিৎ সাহা সহ অন্যান্য ট্রাফিক কর্মকর্তাদের উপস্থিতিতে নিরাপদ ড্রাইভিং এবং ট্রাফিক নিয়ম সম্পর্কে সচেতনতা বৃদ্ধির জন্য একটি মোটরসাইকেল র্যালির আয়োজন করা হয়। লক্ষ্য হলো – দুর্ঘটনাকে শূন্যে নামিয়ে আনা, মোটরসাইকেল চালকদের হেলমেট পরতে ও চার চাকার চালকদের সিট বেল্ট ব্যবহার করতে অনুরোধ করা হয়। পাশাপাশি গাড়ি চালানোর সময় প্রত্যেক চালককে মদ্যপান না করতে এবং রাস্তায় মোবাইল ফোন ব্যবহার না করার আহ্বান জানানো হয়। একইসঙ্গে নিজের পরিবার সহ সকলের কথা ভেবে ট্রাফিক সিগন্যাল মেনে চলতে বলা হয়। ট্রাফিক আইন ভাঙলে ট্রাক্টর চালকদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার বিষয়ে নিশ্চিত করা হয়।
এলাকায় দুর্ঘটনা শূন্যে নামিয়ে আনার জন্য ডিসিপি ট্রাফিক পিভিজি সতীশ হাতে হাত মিলিয়ে কাজ করার জন্য সবাইকে আহ্বান জানান। তার বিশ্বাস এরফলে এলাকায় দুর্ঘটনার সংখ্যা একেবারেই কমে যাবে।





