eaibanglai
Homeএই বাংলায়নাগাড়ে বৃষ্টির জের, ৪০ হাজার কিউসেক জল ছাড়লো ডিভিসি

নাগাড়ে বৃষ্টির জের, ৪০ হাজার কিউসেক জল ছাড়লো ডিভিসি

সন্তোষ কুমার মণ্ডল,আসানসোলঃ– দক্ষিণ ঝাড়খণ্ড এবং সংলগ্ন অঞ্চলের উপরে তৈরি নিম্নচাপের জেরে গত কয়েকদিনের নাগাড়ে বৃষ্টির জের। মাইথন ও পাঞ্চেত জলাধার থেকে বৃহস্পতিবার সন্ধ্যে পর্যন্ত ৪০ হাজার কিউসেক জল ছাড়লো ডিভিসি। কিন্তু বিকেলের পরে ঝাড়খণ্ডের একাংশে নাগাড়ে বৃষ্টি শুরু হয়। যে কারণে, তেনুঘাট জলাধারের জলস্তর বেড়ে যায়। ফলে তেনুঘাটের বেশ কয়েকটি গেট নতুন করে খোলা হয়। এর পাশাপাশি, পশ্চিম বর্ধমান জেলার চিত্তরঞ্জন সহ আশপাশের এলাকায় বৃষ্টি শুরু হয়।

প্রসঙ্গতঃ, গত কয়েকদিন ধরে ঝাড়খণ্ডে অবিরাম বৃষ্টিপাতের কারণে, ডিভিআরসিসির নির্দেশে ডিভিসি তাদের জলাধার থেকে জল ছাড়তে শুরু করেছে। বৃষ্টিপাতের কারণে, জলাধারের জলস্তর বৃদ্ধি পাওয়ায় মাইথন জলাধার থেকে ১০ হাজার কিউসেক এবং পাঞ্চেত জলাধার থেকে ৩০ হাজার কিউসেক জল ছাড়া হয়েছে বলে জানিয়েছে ডিভিসি কর্তৃপক্ষ। এদিকে এই জল ছাড়ার কারণে, দামোদর নিম্ন অববাহিকা এলাকা জলমগ্ন হয়ে পড়েছে। প্লাবিত হয়েছে বিস্তীর্ণ এলাকা।

অন্যদিকে আবহাওয়া দফতর জানিয়েছে ঝাড়খণ্ড এবং সংলগ্ন অঞ্চলে নিম্নচাপ দুর্বল হয়ে এসেছে। ফলে বৃষ্টির দাপট কিছুটা কমেছে । তবে এখনও গাঙ্গেয় বঙ্গের উপর সক্রিয় রয়েছে ঘূর্ণাবর্ত। এর প্রভাবে আগামী কয়েক দিন বৃষ্টি চলবে। এদিকে বৃষ্টি না কমলে ডিভিসি শুক্রবার জল ছাড়ার পরিমাণ আরও বাড়বে বলে মনে করা হচ্ছে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments