সন্তোষ কুমার মণ্ডল,আসানসোলঃ- অজানা বন্য প্রাণীর আতঙ্কে গ্রামে চলছে রাত পাহারা। বেশ কিছু দিন ধরে আসানসোলের সালানপুর থানার বৃন্দাবনী গ্রামে এক অজানা বন্য প্রাণীকে ঘিরে তৈরি হয়েছে আতঙ্ক। গ্রামের মাটির রাস্তায় সেই প্রাণীর পায়ের ছাপ দেখা যাচ্ছে। সন্ধ্যা নামার পর ওই অজানা প্রাণীর ভয়ে বাড়ির বাইরে বেরোতে পারছেন না গ্রামবাসীরা। সন্ধ্যের পর বাইরের কাজকর্ম প্রায় বন্ধ। জেলেরা মাছ ধরতে বাঁধে যাচ্ছেন না। মহিলারা ছোট ছেলেমেয়েদের ঘর থেকে বের হতে দিচ্ছেন না।
গ্রামের এক বাসিন্দা মাধুরী পাল জানান, সন্ধ্যার পর তিনি তিন দিন ধরে ওই প্রাণীটিকে তার বাড়ির পিছনে দেখতে পাচ্ছেন। আরেক গ্রামবাসী দাবি করেন প্রায় ১৫ দিন ধরে ওই অজানা প্রাণীটি গ্রামে ঘুরে বেড়াচ্ছে।
অন্যদিকে গ্রাম সংলগ্ন জঙ্গলে ওই বন্য প্রাণীর যাওয়ার একটি ভিডিও ভাইরাল হয়েছে (যদিও ভিডিওর সত্যতা যাছাই করেনি এই বাংলায় ওয়েবপোর্টাল)। তবে, ভিডিওর ছবি দেখে অনেকেই মনে করছেন, ওই বন্য প্রাণীটি হায়না। খাবারের খোঁজে অনেকসময় এই বন্যপ্রাণীরা লোকালয়ে ঢুকে পড়ে। সালানপুর ও রুপনারায়নপুর এলাকায় এর আগেও মাঝেমধ্যে হায়না দেখতে পাওয়া গেছে।
যদিও বন্দপ্তর ওই অজানা বন্যপ্রাণী নিয়ে কোন তথ্য দিতে পারেনি। বনদপ্তর সূত্রে জানা গেছে বন্য প্রাণীটির বিষয়ে খোঁজ খবর নেওয়া হচ্ছে।





