সন্তোষ কুমার মণ্ডল,আসানসোলঃ- মদ্যপ দুষ্কৃতীদের তাণ্ডবে পুড়ে ছাই হয়ে গেল তিন তিনটি দোকান। ক্ষয়ক্ষতি হল কয়েক লক্ষ টাকার। ঘটনা রানীগঞ্জের সিয়ারসোল রাজবাড়ি মোড় এলাকার।
ঘটনা প্রসঙ্গে জানা যায় মঙ্গলবার রাত্রি প্রায় এগারোটা নাগাদ সিয়ারসোল রাজবাড়ি মোড় এলাকার একটি চা জলখাবারের দোকানে প্রথমে আগুন লাগার ঘটনা ঘটে। সেখান থেকে পাশে থাকা একটি ফুলের দোকান ও তার পাশে থাকা একটি সবজি ও আনাজ পত্রের দোকানে ওই আগুন ছড়িয়ে পড়ে। বিষয়টি নজরে আসতেই স্থানীয়রা দমকলে খবর দেয়। দমকলের একটি ইঞ্জিন দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় আধ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। যদিও এর মধ্যেই পুড়ে ছাই হয়ে যায় ওই চা জলখাবারের দোকান সহ তিনটি দোকান। তবে অল্পের জন্য রক্ষা পায় দোকানের পাশে থাকা ট্রান্সফরমার ও অন্যান্য আরও কয়েকটি দোকান।
এলাকার বাসিন্দাদের দাবি দুষ্কৃতীদের তাণ্ডবের জেরেই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এর আগেও এলাকায় বেশ কয়েকবার অগ্নিসংযোগ ও চুরির ঘটনা ঘটেছে। অবিলম্বে এলাকার দুষ্কৃতীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।
অন্যদিকে বুধবার সকালে এলাকায় পৌঁছে ক্ষতিগ্রস্ত দোকানদারদের সঙ্গে কথা বলেন পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক রুপেশ যাদব ও রানীগঞ্জ শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা ওয়ার্ড কাউন্সিলর জ্যোতি সিং। দোকান মালিকদের সঙ্গে কথা বলে এ বিষয়ে কি কি ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন তা নিয়ে আলোচনা করার পাশাপাশি পুলিশ প্রশাসনকেও এ বিষয়ে ব্যবস্থা গ্রহণের দাবি জানান তারা।





