সংবাদদাতা,আসানসোলঃ- জঙ্গলের মধ্যে কিশোরীকে ধর্ষণ করে খুনের অভিযোগ। ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়াল আসানসোল দক্ষিণ থানার ডামড়ার জঙ্গল এলাকায়।
স্থানীয় এলাকার মানুষের কাছ থেকে খবর পেয়ে দক্ষিণ থানার পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। মৃতের নাম পরিচায় জানা যায়নি। তবে স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান মৃতদেহের গলায় ফাঁস লাগানোর চিহ্ন ছিল, মুখ দিয়ে রক্ত বের হচ্ছিল এবং দেহ লতাপাতা দিয়ে ঢাকা দেওয়া ছিল। মৃতদেহ দেখে স্থানীয়দের অনুমান ওই কিশোরীকে ধর্ষণ করে খুন করা হয়েছে।
স্থানীয় চন্দন গান্ধী নামে এক ব্যক্তি জানান এলাকার বাউড়ী ও সাঁওতাল সম্প্রদায়ের মেয়েরা জঙ্গলে কাঠ কুড়োতে যায়। এদিকে এলাকায় একাধিক অবৈধ কয়লা খাদান রয়েছে। তারাই হয়তো জঙ্গলে কিশোরীকে একা পেয়ে ধর্ষণ করে খুন করে থাকতে পারে বলে অনুমান তাদের।
এদিনের এই ঘটনায় তাঁরা আতঙ্কিত ও নিরাপত্তাহীনতায় ভুগছেন বলেও জানান জঙ্গল সংলগ্ন এলাকার বাসিন্দারা। অবিলম্বে দোষীকে খুঁজে বার করে কঠোর শাস্তি দেওয়া দাবি জানিয়েছে এলাকাবাসী।





