সন্তোষ কুমার মণ্ডল,আসানসোলঃ- সালানপুর ব্লকের পিঠাকিয়ারি গ্রামীণ হাসপাতালে গাছতলায় চিকিৎসা সেবা। যার জেরে ব্যাহত হচ্ছে চিকিৎসা পরিষেবা। হেনস্থার শিকার হচ্ছেন চিকিৎসা করাতে আসা সাধারণ মানুষ থেকে চিকিৎসক চিকিৎসা কর্মী সকলে।
প্রসঙ্গত গত ১৭ জুলাই থেকে বিকল হয়ে পড়ে রয়েছে হাসপাতালের যক্ষ্মা প্রতিরোধ বিভাগের বৈদ্যুতিক পাখা। ফলে তীব্র হাঁসফাঁস গরমে হাসপাতালের অন্দরে কাজ চালানোর প্রায় অসম্ভব হয়ে দাঁড়ায়। তাই বাধ্য হয়ে হাসপাতালের বাইরে একটি অশ্বত্থ গাছের ছায়ায় সিনিয়র ট্রিটমেন্ট সুপারভাইজার রক্তিম দে পরিষেবা শুরু করেন। সেখানেই চলছে ওষুধ বিতরণ, রোগীদের স্বাস্থ্য পরীক্ষা, এমনকি নতুন রোগীর নাম নথিভুক্তকরণও। এদিকে একে তো শ্বাসকষ্ট, তার উপর গরম আর আর্দ্রতার জ্বালায় বেহাল অবস্থা হচ্ছে যক্ষ্মা রোগীদের। হিমশিম অবস্থা অন্য সকলেরও।
সিনিয়র ট্রিটমেন্ট সুপারভাইজার রক্তিম দে জানান, তিনি বারবার ব্লক স্বাস্থ্য আধিকারিক ডাঃ বিনয় রায়ের কাছে সমস্যাটি তুলে ধরলেও, এক সপ্তাহ পেরিয়ে গেলেও কোনো সুরাহা হয়নি। অবশেষে, ২২ জুলাই দুপুর ১২টার সময় পাখা সারানোর উদ্যোগ নেওয়া হয়।
যদিও পিঠাকিয়ারির এই ‘গাছতলা চিকিৎসা’ স্বাস্থ্য ব্যবস্থার উপর এক প্রশ্ন চিহ্ন এঁকে দিয়েছে। প্রশ্ন উঠছে,স্বাস্থ্যের মতো এতো জরুরি পরিষেবার ক্ষেত্রে এই অবহেলা ও বিলম্ব কেন?





