সন্তোষ কুমার মণ্ডল,আসানসোলঃ– বিদ্যুতের কেবলে আগুন লেগে আতঙ্ক ছড়াল এলাকায়। অল্পের জন্যে বড় দুর্ঘটনা থেকে রক্ষা পেল এলাকাবাসী। ঘটনাটি ঘটেছে কুলটি বিধানসভার আসানসোল পুরনিগমের ৫৯ নম্বর ওয়ার্ডের নিয়ামতপুরের নূরনগরে।
প্রত্যক্ষদর্শীরা জানান এদিন সন্ধ্য়ায় বিদ্যুতের দুটি কেবলে হটাৎ আগুন লাগে এবং বিকট শব্দে বিস্ফোরণ হতে শুরু করে। কিছুক্ষণের মধ্যেই কেবল দুটি ছিঁড়ে নিচে পড়ে যায় এবং তার মধ্যে একটি কেবল জ্বলতে থাকে। স্থানীয়রা জল দিয়ে বাঁশ দিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন। পাশাপাশি খবর দেওয়া হয় বরাকর ইলেকট্রিক অফিসে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন বিদুৎ দপ্তরের কর্মীরা। তাঁরা বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে পরিস্থিতি সামাল দেন।
এদিকে জনবহুল ওই এলাকায় ঘটে যাওয়া ওই ঘটনায় বড়সড় দুর্ঘটনা ঘটে যেতে পারত বলে মনে করছেন স্থানীয়দের অনেকেই। যদিও এদিনের ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।





