অঙ্কিতা চ্যাটার্জ্জী, আসানসোল, পশ্চিম বর্ধমান-: গ্রামের মধ্যে ছিলনা কোনো কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র বা উন্নত পাঠাগার। কম্পিউটার শিখতে হলে বা পাঠ্যপুস্তকের বাইরে অতিরিক্ত জ্ঞান অর্জন করতে হলে ইচ্ছুকদের যেতে হতো দূর শহরে। খরচ ও অন্যান্য কারণে সবার পক্ষে সেটা সম্ভব হতোনা। অবশেষে তাদের সেই আক্ষেপ দূর হলো। সৌজন্যে স্থানীয় ‘জ্ঞানমঞ্জরি চ্যারিটেবল এডুকেশনাল সোসাইটি’।
গত ৯ ই ডিসেম্বর শেখ ওয়াসিম (ভুট্টো) এবং তার সহকর্মীদের একান্ত প্রচেষ্টায় সংশ্লিষ্ট সংস্থার সহযোগিতায় আসানসোলের সালানপুর ব্লকের জেমারীতে গড়ে ওঠা ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি ডক্টর এ.পি.জে আব্দুল কালামের নামাঙ্কিত আধুনিক দু’তালা পাঠাগারের উদ্বোধন করেন বারাবনির বিধায়ক তথা আসানসোল পুরনিগমের মেয়র বিধান উপাধ্যায়। জানা যাচ্ছে এখানে শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে মোবাইল ইন্টারনেট পরিষেবা, অনলাইন ও অফ লাইন ক্লাস, বাচ্চাদের জন্য বিনামূল্যে কম্পিউটার প্রশিক্ষণ সহ উন্নত মানের ডিজিটাল পাঠাগার থাকবে।
উদ্যোক্তাদের ভূয়সী প্রশংসা করে বিধানবাবু বলেন, বর্তমান যুগে মুনাফা যেখানে মূল লক্ষ্য সেখানে সম্পূর্ণ বিনামূল্যে গ্রামের ছেলেমেয়েদের জন্য এত সুন্দর একটা উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। এরফলে গরীব ঘরের যেসব ছাত্রছাত্রীরা অর্থের অভাবে পড়াশোনা করতে বা কম্পিউটার প্রশিক্ষণ নিতে পারছিলনা এবার তাদের সেই সমস্যা দূর হলো। এখানে তারা বিনামূল্যে সেই সুযোগ পাবে।
উদ্যোক্তা শেখ ওয়াসিম বলেন, মেম্বারশিপ নিয়ে এই অঞ্চলের ইচ্ছুক শিক্ষার্থীরা অফলাইন ও অনলাইন সহ উন্নত মানের বই পড়ার সুযোগ যেমন পাবেন তেমনি বাচ্চারা বিনামূল্যে কম্পিউটার প্রশিক্ষণও পাবেন। তিনি আরও বলেন, আমার একান্ত কামনা গ্রামাঞ্চলের ছাত্রছাত্রীরা উন্নতমানের শিক্ষা পেয়ে নিজেদের ভবিষ্যৎ উজ্জ্বল করুক।
পাঠাগার উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের কর্মাধ্যক্ষ মহম্মদ আরমান, সালানপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সহ-সভাপতি ভোলা সিং, ব্লক যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি শচীন নাগ সহ আরও অনেকে।