সন্তোষ কুমার মণ্ডল,আসানসোলঃ– আসানসোল স্টেশনে ট্রেনের কামরায় সন্তান প্রসব করলেন এক প্রসূতি। এদিন দুপুর ২:৫২ নাগাদ আসানসোল স্টেশনের ২ নম্বর প্ল্যাটফর্মে পৌঁছায় ২২৬৪৩ এর্নাকুলাম – পাটনা এক্সপ্রেস ট্রেন। সেই সময় এক মহিলা যাত্রীর প্রসব যন্ত্রনা শুরু হয়। সঙ্গে সঙ্গে মহিলার স্বামী ভারতীয় রেলের যাত্রী সহায়তা পোর্টালে বিষয়টি জানিয়ে সাহায্য়ের আবেদন জানান। এরপরে রেলের তরফে আসানসোল ডিভিশনের কমার্শিয়াল কন্ট্রোল এবং আসানসোলের স্টেশন ম্যানেজারের সঙ্গে যোগাযোগ করে গোটা বিষয়টি জানানো হয়। তারা আবার একটি বেসরকারি হাসপাতালকে (আসানসোল স্টেশনে জরুরি স্টেশন কলের জন্য দায়িত্ব প্রাপ্ত চুক্তিভিত্তিক চিকিৎসা সংস্থা) গোটা বিষয়টি জানান। খবর পেয়ে ডঃ পি. কে. চট্টোপাধ্যায়ের নেতৃত্বে ওই বেসরকারি হাসপাতালের একটি মেডিকেল টিম দেরি না করে দ্রুত ট্রেনে উপস্থিত হয় এবং প্রয়োজনীয় পরিষেবা প্রদান করে। অবশেষে দুপুর ৩:০৮ নাগাদ ওই মহিলা যাত্রী একটি সুস্থ সন্তানের জন্ম দেন।
এরপরে মা এবং শিশুকে রেল অ্যাম্বুলেন্সে করে আসানসোলের জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয়। হাসপাতাল সূত্রে জানা গেছে, মা এবং শিশুর শারীরিক অবস্থা স্থিতিশীল । তাদেরকে পর্যবেক্ষণে রাখা হয়েছে।
অন্যদিকে রেলের এই তাৎক্ষণিক তৎপরতা ও সক্রিয়তার প্রশংসা করেন সমস্ত যাত্রীরা।





