সন্তোষ কুমার মণ্ডল,আসানসোলঃ- ফোন নিয়ে কড়া বিজ্ঞপ্তি, শাস্তির বিধান। আসানসোলের সালানপুরের এক বেসরকারি ইস্পাত কারখানায় ফোনের এই বিজ্ঞপ্তি ঘিরে তীব্র অসন্তোষ দানা বেঁধেছে কর্মীদের মধ্যে।
অ্যান্ড্রয়েড ফোন সহ ধরা পড়লেই ফোন বাজেয়াপ্ত করার পাশাপাশি এক মাসের জন্য কাজ থেকে সাসপেন্ড করা হবে। সম্প্রতি এমনই বিজ্ঞপ্তি জারি করেছে সালানপুরে অবস্থিত শাকম্ভরী গ্রুপের এলোকুইন্ট স্টিল প্রাইভেট লিমিটেড কর্তৃপক্ষ। যা নিয়ে শ্রমিকদের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে। শ্রমিকদের অভিযোগ কর্মীদের নিরাপত্তা ব্যবস্থায় সামান্যতম নজর নেই কর্তৃপক্ষের। কোনরকম সুরক্ষা সরঞ্জাম ছাড়াই জীবনের ঝুঁকি নিয়ে কাজ করতে হয় তাঁদের। তাই কারখানার ভেতরে কোন দুর্ঘটনা ঘটলে সেই খবর যাতে বাইরে না যায়, তড়িঘড়ি ধামাচাপা দেওয়া যায়, সেই উদ্দ্যেশ্যেই ফোন নিয়ে কড়া বিজ্ঞপ্তি জারি করেছে কারখানা কর্তৃপক্ষ।
প্রসঙ্গত উল্লেখ্য, গত ৩১ ডিসেম্বর এই কারখানায় বিদ্যুৎ বিভাগের কর্মী চন্দন কুমার ক্রেন থেকে পড়ে গিয়ে গুরুতর জখম হন। তার একটি পা পিষে যাওয়ার পাশাপাশি শরীরের অন্যান্য অংশে মারাত্মক চোট লাগে। অভিযোগ এরপরই তড়িঘড়ি অত্যন্ত সন্তর্পণে ওই কর্মীকে দুর্গাপুরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করায় কারখানা কর্তৃপক্ষ। এবং ওই দিনই কারখানার মানবসম্পদ বিভাগের অধিকর্তা জিতেন্দ্র ঝা এ্যন্ড্রয়েড মোবাইল সম্পর্কিত বিধি-নিষেধ আরোপ করেন কর্মীদের উপর। এছাড়াও অভিযোগ উঠছে যে, বারবার কর্মীরা দুর্ঘটনাগ্রস্ত হলেও কর্তৃপক্ষ তদন্ত চলছে বলা ছাড়া ইতিবাচক কোন পদক্ষেপ করছেন না।
কর্মীদের অভিযোগ যে, সুরক্ষার বিষয়ে তাদের কোনরকম প্রশিক্ষণ দেওয়া হয় না, কাজের সময় কারখানার ভেতরে সুরক্ষা সরঞ্জাম দেওয়া হয় না। কর্মীদের ১২ ঘন্টা করে কাজ করানো হয়। কিন্তু তার জন্য সরকার নির্ধারিত বেতন তাদের দেওয়া হয়না। কর্মীদের এই দুর্দশার কথা জানিয়ে ইতিমধ্যে জেলাশাসকের কাছে লিখিত আবেদনও জানিয়েছেন কারখানার কর্মীরা। আবেদনে অবিলম্বে উপযুক্ত তদন্ত করে কারখানায় কর্মীদের সুরক্ষা ব্যবস্থার পাশাপাশি সরকার নির্ধারিত বেতন দেওয়ার দাবিও জানানো হয়েছে বলে জানান কর্মীরা।



















