সন্তোষ কুমার মণ্ডল,আসানসোলঃ- বর্তমান পরিস্থিতিতে মহিলাদের আত্মরক্ষার বিষয়টি বিশেষভাবে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। বিশেষত আরজি কর ঘটনার পর থেকে রাজ্য জুড়ে কর্মক্ষেত্রে মহিলাদের নিরাপত্তা নিয়ে একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে। সেই সঙ্গে রাজ্য সরকারও মহিলাদের নিরাপত্তা নিয়ে বেশ কিছু পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। তার মধ্যে অন্যতম হল মহিলাদের সেল্ফ ডিফেন্স বিষয়টি। সেই সূত্রেই আসানসোলের ইএসআই হাসপাতাল কর্তৃপক্ষ এক অভিনব পদক্ষেপ গ্রহন করেছে। হাসপাতালের নার্সিং কলেজে প্রশিক্ষণরত বা ট্রেনি নার্সদের “সেল্ফ ডিফেন্স বা আত্মরক্ষা” য় সাবলম্বী করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আর হাসপাতালের এই সিদ্ধান্তকে কার্যকর করতে তাদের পাশে দাঁড়িয়েছে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেট।
বুধবার থেকে ইএসআই হাসপাতাল চত্বরে শুরু হলো “ওম্যানস্ সেল্ফ ডিফেন্স ওয়ার্কশপ”। আগামী ১ মাস ধরে চলবে এই কর্মশালাটি। যেখানে পুলিশের তরফে দুজন মহিলা প্রশিক্ষক ইএসআই হাসপাতালের ১৩৭ জন ট্রেনি নার্সদের জুডো, ক্যারাটে সহ আত্মরক্ষার বিভিন্ন কৌশল শেখাবেন।
বুধবার এই কর্মশালার উদ্বোধন উপলক্ষ্যে হাসপাতাল চত্বরে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। যেখানে উপস্থিত ছিলেন আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ডিসিপি (সেন্ট্রাল) ধ্রুব দাস, ইএসআই হাসপাতালের সুপার ডাঃ অতনু ভদ্র, ইএসআই নার্সিং কলেজের প্রিন্সিপাল পূর্ণিমা চক্রবর্তী সহ আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের উচ্চ পদস্থ আধিকারিক, ইএসআই হাসপাতালের আধিকারিক ও কর্মীরা। অনুষ্ঠানে ডঃ অতনু ভদ্র বলেন, “আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের কাছে আমি কৃতজ্ঞ যে তারা আমাদের নার্সিং কলেজের ট্রেনি নার্সদের আত্মরক্ষায় প্রশিক্ষণ দেওয়ার জন্য এই কর্মশালা আয়োজন করার জন্য এগিয়ে এসেছেন।”
প্রসঙ্গত, পশ্চিম বর্ধমান জেলায় কোন সরকারি হাসপাতালে এমন উদ্যোগ এই প্রথম।