eaibanglai
Homeএই বাংলায়পহেলগাঁও নৃশংস হত্যাকাণ্ডের প্রতিবাদে শহর জুড়ে একাধিক মিছিল

পহেলগাঁও নৃশংস হত্যাকাণ্ডের প্রতিবাদে শহর জুড়ে একাধিক মিছিল

সন্তোষ কুমার মণ্ডল,আসানসোলঃ- পহেলগাঁও ঘটনার প্রতিবাদে ফুঁসছে গোটা দেশ। চলছে প্রতিবাদ। এবার ওই জঙ্গি হামলা ও নৃশংস হত্যাকাণ্ডের প্রতিবাদে পথে নামল নাগরিক সমাজ। নিরাপরাধ পর্যটকদের উপর হামলা ও হত্যার প্রতিবাদে এবং নিহতদের প্রতি শ্রদ্ধা জানাতে বৃহস্পতিবার সন্ধ্যায় একটি মোমবাতি মিছিলের আয়োজন করেছিল বার্ণপুর নাগরিক মঞ্চ। বহু সাধারণ মানুষ এই মিছিলে পায়ে পা মেলান।

মিছিলটি শুরু হয় সন্ধ্যা সাড়ে সাতটায় বার্ণপুর এবি টাইপ পুজো মণ্ডপ থেকে। বিভিন্ন এলাকা ঘুরে মিছিল শেষ হয় বার্ণপুর টাউন পুজোর সামনে । মিছিলের নেতৃত্ব দেন আসানসোল পুরনিগমের কাউন্সিলর অশোক রুদ্র। শহরের বহু সাধারণ মানুষ এদিনের মিছিলে অংশ নিয়ে নৃসংশ ঘটনার ধিক্কার জানান।

মিছিল শেষে অশোক রুদ্র বলেন, “মঙ্গলবার কাশ্মীরে যা হয়েছে, তা কোনভাবেই মেনে নেওয়া যায় না। নিহতদের পরিবারের পাশে আছি ও সমবেদনা জানাচ্ছি। এবং যারা ঘটনার জন্য যারা দায়ী তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়ার দাবি জানাচ্ছি কেন্দ্র সরকারকে।”

অন্যদিকে এই হামলার প্রতিবাদ বৃহস্পতিবার সন্ধ্যায় বার্নপুর শহরে মৌন মিছিল করে আসানসোল দক্ষিণ ( শহর ) তৃণমুল যুব কংগ্রেস। বার্নপুর বাসস্ট্যান্ড থেকে শুরু হওয়া এই মিছিল স্বামী বিবেকানন্দ স্ট্যাচু হয়ে বারি ময়দানে শেষ হয়। মিছিলে পা মেলান, আসানসোল পুরনিগমের ডেপুটি মেয়র অভিজিৎ ঘটক, প্রাক্তন মেয়র পারিষদ লক্ষণ ঠাকুর, আসানসোল দক্ষিণ ( শহর) তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি অভীক গোস্বামী সহ আসানসোল পুরনিগমের বোরো চেয়ারম্যান, কাউন্সিলর, ওয়ার্ড সভাপতি সহ অন্যান্যরা।

এদিন সন্ধ্যায় বিজেপির নেতৃত্বেও একটি মোমবাতি মিছিলের আয়োজন করা হয়েছিল আসানসোলের ডিসেরগড়ে। মিছিলের নেতৃত্ব দেন বিজেপি নেতা অভিজিৎ আচার্য। ডিসেরগড় বিবেকানন্দ মোড় থেকে সাকতোরিয়া হসপিটাল মোড় পর্যন্ত জঙ্গিহানায় দোষীদের শাস্তি চেয়ে মোমবাতি মিছিল করা হয়। পাশাপাশি পাকিস্তানের পতাকা জ্বালানো হয়। এই মিছিলে সাধারণ মানুষের ভিড় ছিল চোখে পরার মত।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments