eaibanglai
Homeএই বাংলায়রেল ব্রিজের পিলারের বিপজ্জনক অবস্থা, মন্ত্রীকে চিঠি লেখার ভাবনা

রেল ব্রিজের পিলারের বিপজ্জনক অবস্থা, মন্ত্রীকে চিঠি লেখার ভাবনা

সন্তোষ কুমার মণ্ডল,আসানসোলঃ- বার্নপুরে দামোদর নদের উপর দিয়ে যাওয়া একটি রেল ব্রিজের পিলারের অবস্থা বিপজ্জনক। যে কোন মুহূর্তে যাত্রী বাহী ট্রেন সেতু ভেঙে দামোদরের বুকে ভেঙে পড়তে পারে বলে আশঙ্কা। বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করে রেলমন্ত্রীকে চিঠি লেখার কথা জানালেন আসানসোল দক্ষিণের বিধায়ক অগ্নিমিত্রা পাল।

প্রসঙ্গত বিজেপি ক্রমাগত অভিযোগ করে আসছে যে দামোদর নদ থেকে অবৈধ বালি উত্তোলনের কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে নদের উপর দিয়ে যাওয়া ব্রিজগুলি। সম্প্রতি বার্নপুরের কালাঝড়িয়ায় দামোদর নদীর উপর নির্মিত রাজ্যের জনস্বাস্থ্য কারিগরি বিভাগ বা পিএইচইর পাইপলাইন নিয়ে যাওয়ার লোহার স্ট্রাকচারাল ব্রিজ ভেঙে পড়ে। এই বিষয়ে অগ্নিমিত্রা বলেন, “যেদিন পাইপলাইন সহ ব্রিজ ভেঙে পড়েছিল, সেদিন আমরা বলেছিলাম যে বালি চুরির কারণে এই ঘটনা ঘটেছে। এরআগে আমি ছটপুজোর সময় বার্নপুরের ভুতাবুড়ি মন্দিরে কাছে দামোদর গিয়েছিলাম। তখন দেখেছিলাম সেখানে দক্ষিণ পূর্ব রেলের আদ্রা ডিভিশনের সঙ্গে যোগাযোগকারী রেল ব্রিজের পিলারগুলোর কি ভয়াবহ অবস্থা! আমি তো ভয় পেয়ে গেছিলাম। তারপরে আমি কেন্দ্রীয় রেলমন্ত্রীকে চিঠি লিখেছিলাম। কালাঝড়িয়ায় পিএইচইর পাইপলাইন ভেঙে যাওয়ার ঘটনার প্রসঙ্গ টেনে আমি আবার রেল মন্ত্রীকে এই রেল সেতু সম্পর্কে একটি চিঠি লিখবো। অনুরোধ করে বলবো, দ্রুত এই সেতুর স্বাস্থ্য পরীক্ষা করা হোক।”

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments