সন্তোষ কুমার মণ্ডল,আসানসোলঃ- আসানসোলের রূপনারায়ণপুর রেলক্রসিংয়ে বিপর্যয়। বন্ধ গেটের কার্যক্রম। এলাকায় বিশৃঙ্খলা। যানজটে অতিষ্ঠ জনগণ।
প্রসঙ্গত এদিন দুপুরে হাওড়া-দিল্লি প্রধান রেলপথের পাশে অবস্থিত রূপনারায়ণপুর স্টেশন সংলগ্ন রেলেগেটে একটি টোটো ধাক্কা মারে। প্রত্যক্ষদর্শীরা জানান স্বয়ংক্রিয় ব্যবস্থায় গেট বন্ধ হতে শুরু করলে, টোটো চালক তাড়াহুড়ো করে বেরিয়ে যাওয়ার চেষ্টা করেন এবং নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারেন রেলগেটে। যারফলে গেটের প্রধান কাঠামো দুমড়ে মুচড়ে যায়। ফলে পুরো স্বয়ংক্রিয় ব্যবস্থা অকেজো হয়ে পড়ে। ঘটনার পর টোটো চালক দ্রুত পালিয়ে যান। তবে ক্ষতিগ্রস্ত গেটের জেরে যানবাহন ও পথচারীদের চলাচল ব্যাহত হয়। যদিও রেল কর্মীরা তৎক্ষণাৎ হাত দিয়ে গেট সরিয়ে চলাচল স্বাভাবিক করার প্রচেষ্টা চালান।
স্থানীয় বাসিন্দাদের দীর্ঘদিনের অভিযোগ, ওই রেলক্রসিংয়ের গেটটি ট্রেন আসার অনেক আগেই বন্ধ করে দেওয়া হয়,আবার ট্রেন চলে যাওয়ার পরও দীর্ঘ সময় গেট খোলা হয় না। এর ফলে প্রায় প্রতিদিনই তীব্র যানজটের সৃষ্টি হয়। যা এলাকার জনজীবনকে বিপর্যস্ত করে তুলেছে। বিরক্তি থেকে মুক্তি পেতে অনেকে বন্ধ গেটের মধ্য দিয়ে দ্রুত রেললাইন পার হওয়ার ঝুঁকি নেন, যা দুর্ঘটনার সম্ভাবনা বাড়িয়ে দেয়। তার উপর এদিন রেলগেট অকেজো হয়ে দুর্ভোগ আরও বাড়িয়েছে বলে দাবি স্থানীয়দের। দ্রুত রেলগেটটির সংস্কার ও কঠোর নজরদারির দাবি জানিয়েছেন এলাকাবাসী।





