সংবাদদাতা,আসানসোলঃ– মাটি ভরাট করতে গিয়ে বেরিয়ে এলো মানুষের কাটা পা। ঘটনায় চাঞ্চল্য ছড়াল আসানসোলের রূপনারায়ণপুরের রূপনগর এলাকায় ।
জানা গেছে রূপনারায়ণপুরের রূপনগর এলাকায় মাটি ভরাটের কাজ চলছিল। ঝরিয়া শ্মশানের পাশে থেকে ট্রাক্টর করে মাটি নিয়ে গিয়ে ভরাট করা হচ্ছিল। প্রত্যক্ষদর্শীদের দাবি ট্রাক্টর থেকে মাটি খালি করার সময় মাটির স্তূপ থেকে হঠাৎ করে বেরিয়ে আসে মানুষের কাটা পা। যা দেখেই স্থানীয় শ্রমিকরা আতঙ্কিত হয়ে পড়েন এবং তাৎক্ষণিকভাবে পুলিশকে খবর দেন।
খবর পেয়ে রূপনারায়ণপুর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে কাটা পাটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। তদন্তে জানা গেছে যে সালানপুর ব্লকের অন্য একটি এলাকা থেকে মাটি আনা হয়েছিল এবং পাটি সম্ভবত ট্র্যাক্টরের সাথে সেখানে পৌঁছেছিল।
স্থানীয়রা মনে করছেন শ্মশানের আশেপাশে খোলা জায়গায় প্রায়শই আংশিকভাবে পোড়া মৃতদেহ বা কবর দেওয়া মৃতদেহ পাওয়া যায় এবং এটি একই রকম ঘটনা হতে পারে।



















